সিলেট প্রতিনিধি:
"দুর্যোগের পূর্ভাবাস প্রস্তুতি " বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি প্রতিপাদ্যকে সামনে রেখে পাথফাইন্ডার ইন্টারন্যাশনাল এর সহযোগিতায় ও এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে সুনামগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রকল্পের ইউনিয়ন মোবিলাইজার জিয়াউল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাথফাইন্ডার ইন্টান্যাশনাল এর রেজিলিয়েন্স অফিসার মুস্তাফিজুর রহমান, উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের জেলা সমন্বয়কারী দীপংকর দে।
উপস্থিত ছিলেন মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার ইয়াকুব আলী,ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের রেজিলিয়েন্স ভলান্টিয়ার গণ।
আলোচনা সভায় রেজিলিয়ান্স ভলান্টিয়ার সদস্যরা তাদের দুর্যোগ মোকাবিলার অভিজ্ঞতা উপস্থিত সকলের সাথে শেয়ার করেন। উপস্থিত সকলেই ভলান্টিয়ার সদস্যদের কাজের প্রশংসা করে দুর্যোগকালীন সময়ে তাদের অবদানের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক তপন কান্তি ঘোষ। এসময় তিনি বলেন, জলবায়ু পরিবর্তন আরও ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের উপর মানুষের হাত না থাকলেও প্রস্তুতি থাকলে দুর্যোগের ক্ষয়ক্ষতি অনেকটা প্রশমন করা সম্ভব। তাই ভূমিকম্প ও অগ্নিকাণ্ড ছাড়াও যে কোন দুর্যোগ মোকাবিলায় আমাদের পূর্ব প্রস্তুতি থাকতে হবে।