একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মনির মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত আড়ইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম এর নির্দেশে এ এস আই আব্দুর রাজ্জাক,এ এস আই আবু বক্কর সিদ্দিক, পি এস আই মাহমুদুল হাসান সহ সঙ্গীয় ফোর্স নিয়ে লালপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এময় সাজাপ্রাপ্ত আসামি মনির মিয়াকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করে।
সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল কালাম এর সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেফতারকৃত মনির মিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজু হওয়া (নারী ও শিশু)-১৯৭/১৭ নম্বর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন।