সুনামগঞ্জ প্রতিনিধি:
‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় যুব দিবস উদযাপন হয়েছে ১লা নভেম্বর। সুনামগঞ্জ জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন প্রাঙ্গণে আলোচনা সভা,সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিপ্তরের উপপরিচালক মো: শাহনুর আলম, সৃষ্টি জাগরন সমাজকল্যাণ সংস্থার সভাপতি তৃষ্ণনা আক্তার রোশনা, সফল আত্নকর্মী মো: আবিদুর রহমান, জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত তাজুল ইসলাম, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো: শাহ আলম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার অতীশ দর্শী চাকমা, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, বিশেষ অতিথি পিপিএম ও পুলিশ সুপার জনাব আ.ফ.ম. আনোয়ার হোসেন, সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব সমর কুমার পাল।
অনুষ্ঠানে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ, সংগঠন প্রতিনিধি ও যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক নিবন্ধনকৃত সংগঠন গুলোর কার্যক্রম ভিত্তিতে ২০২৪ সালের শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি এবং জেলা যুব প্রতিনিধি জনাব মো: শাহ আলমকে প্রধান অতিথির মাধ্যমে সনদপত্র ও সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ যে, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি মো: শাহ আলমের নেতৃত্বে বিগত সময়ে ব্যাপক কার্যক্রম সম্পন্ন হয়েছে যেমন কোভিড-১৯ ও বন্যাসহ প্রাকৃতিক দূযোর্গে ত্রান বিতরণ, মাধক বিরোধী কার্যক্রম, অনুদান প্রদান, বৃক্ষ রোপন, বাল্য বিবাহ রোধ, গুণীজনদের সম্মাননা প্রদান, বিভিন্ন সচেনতামূলক কার্যক্রম, সদস্যদের প্রশিক্ষণ প্রদান, শিক্ষা প্রসার, খেলা-ধুলা ও সাংস্কৃতিকমূলক কার্যক্রম করে সকল মহলে আলোচীত হয়েছেন তিনি।