স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ:
হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জ্ঞান,সংস্কৃতি ও বিদ্যা অর্জনের জন্য বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা প্রতিবছরের মতো এবারো জেলা শহরসহ ১২টি উপজেলায় পূজা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে পৌরসভার একাধিক পূজামন্ডপ সহ সুনামগঞ্জ সরকারি কলেজে আয়োজিত সরস্বতী পূজা পরিদর্শন করে আইন শৃংখলার সার্বিক অবস্থা পরিদর্শন করেছেন পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান, পিপিএম। এ সময় তিনি পূজা কমিটির সদস্যসহ উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার পূজা অনুষ্ঠানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, রামকৃষ্ণ আশ্রমের মহারাজ হৃদয়ানন্দ স্বামী,সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জীবন কৃষ্ণ মোদক, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট বিমান কান্তি রায়,সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিমল বণিক,সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুল কালাম,সন্তোষ রায় সন্ত,চন্দন প্রসাদ রায়,নারায়ন চক্রবর্তী,প্রসেজিৎ নন্দী,স্বপন বণিক,রূপক তালুকদার ও মলয় দাস প্রমুখ।
পুলিশ সুপার আ.ফ.ম. আনোয়ার হোসেন খান বলেছেন,বাংলাদেশের মতো একটি দেশ যেখানে অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়ে চলে আসছে। এরমধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন হচ্ছে সুনামগঞ্জ। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে সহনশীলতা ভাতৃত্বের বন্ধন খুবই দৃঢ। সকল ধর্মের মানুষ মিলেমিশে ঈদ,পূজাসহ সকল ধর্মীয় অনুষ্ঠান সকলেই সকলের সহযোগিতা নিয়ে নির্বিঘ্নে উদযাপন করাটাই সম্প্রীতির একটি অনন্য উদাহরণ বলে মনে করেন তিনি।