জগন্নাথপুর প্রতিনিধি:
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর ২০২৫ সালের ক্যালেন্ডার উন্মোচন অনুষ্ঠান সম্পন্ন।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর এর কার্য নিবাহি পরিষদের সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী হোসেন এর পরিচালনায় তারেক মাহমুদ জয় এর কুরআন শরীফ তিলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাূিক জামাল উদ্দিন বেলাল। বিশেষ অতিথি জনাব মকবুল হোসেন ভূঁইয়া,সমাজসেবক শামিম আহমদ, ফুটবল কোচ রুহুল আমিন,ব্যবসায়ী আকমল হোসাইন, সাংবাদিক শাহ ফুজায়েজ আহমদ,সাবেক সভাপতি মাসুম মিয়া, হিল সামাজিক সংগঠনের সাধারণ সম্পাদক জাবির আহমদ চৌধুরী, লতিফিয়া সমাজ কল্যাণ সংস্থা সদস্য সুমন মিয়া, সাংগঠনিক সম্পাদক স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুরের জিকরুল আলম, সহ সভাপতি আমিনুর রহমান হিমেল।
স্টুডেন্টস কেয়ার জগন্নাথপুর সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোস্তাক হোসেন নাছিফ, সহ-সাংগঠনিক সম্পাদক রুমন আহমদ ভূইয়া,প্রচার সম্পাদক ইমরান হোসেন শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, আবুল কালাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, রাহিম সহ-শিক্ষা ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক, আরিফুল ইসলাম তামিম কার্যনিবাহি সদস্য, সাদিকুল প্রবাসি সদস্য, মুহাইমিন কার্যনিবাহি সদস্য, আশিকুর কার্যনিবাহি সদস্য, সাহেদ কার্যনিবাহি সদস্য, মামুন সদস্য, আবু হানিফ সুমন সদস্য,ছইফুর সদস্য, নাদিম সদস্য, সুৃমন সদস্য প্রমূখ।