স্টাফ রিপোর্টারঃ
হিল সামাজিক সংগঠনের ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারী) বিকেল ৩ টায় জগন্নাথপুর বাজারের আরএফসি কন্ফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়।
হিল সামাজিক সংগঠনের সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন হিল সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক নাসিম হোসেন রুহেল, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী ফুজায়েল আহমদ সাজু, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য মালয়েশিয়া প্রবাসী আতিকুল ইসলাম।
হিল সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক জাবির আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন ডাঃ আশরাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি মো: হুমায়ুন কবির, ভোরের কাগজ প্রতিনিধি রিয়াজ রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম শাওন, হিল সামাজিক সংগঠনের উপদেষ্টা আল আমিন ইসলাম, স্টুডেন্টস কেয়ারের সভাপতি হুমায়ুন কবির, হাসপাতাল পয়েন্ট শান্তিনগর বাজার কমিটির সেক্রেটারী বিলাল আহমদ, স্টুডেন্টস কেয়ারের সেক্রেটারী আলী হোসেন, সংগঠনের সহ সভাপতি কবি আসাদ চৌধুরী, কলেজ ছাত্রদলের আহবায়ক রুহল আমীন, হিল সামাজিক সংগঠনের জাকারিয়া আহমদ, তুহিন আহমদ। পরে সংগঠনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক ক্রেষ্ঠ প্রদান করা হয়। এর আগে সাবলম্বিকরণ প্রকল্পের আওতায় একটি দুঃস্থ অসহায় পরিবারকে একটি গাভী ও ৩ টি ছাগল তুলে দেন হিল সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ অতিথিবৃন্দ।