সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানে সিয়াম সাধনা করে মধ্যনগর উপজেলার ঐতিহ্যবাহী জলুষা গ্রামে এক হয়ে মিলিত ভাবে সবাই ঈদুল ফিতরের জামাত আদায় করে। এতে অংশ গ্রহণ করেন জলুষা শাহাপুর ও আমজোড়ার মুসল্লিয়ানে কেরাম। উক্ত জামাত আদায় করে সাধারণ মুসল্লিদের মধ্যে এক আনন্দ ও খুশির হাওয়া ছড়িয়ে পড়েছে। এতে রেকর্ড ৫০ বছরে এমন নজির নেই যা এক সাথে জামাত আদায় করেছে। এটা প্রথম ঈদের জামাত। জামাত শুরু হওয়ার পূর্বে জলুষা গ্রামের আলেম মাওঃ হাবিবুল্লাহ খানের পরিচালনায় আলোচনা করেন মধ্যনগর উপজেলার উপ-পরিদর্শক এস আই মোঃ আসাদ নুর,মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু,জনতা বাজারের সভাপতি জনাব মোঃ নুরুজ্জামান তালুকদার, জলুষা গ্রামের আলেম মাওঃ মুকতার হোসেন, হাফিজ লতিফুর রহমান, মাওঃ নুর হোসাইন, মাওঃ রুম্মান আহমদ, মাওঃ আব্দুল্লাহ জাহাঙ্গীর, হাফিজ মাওঃ আবু বকর সিদ্দীক, হাফিজ আব্দুল হালিম, ওয়াশিম আহমদ ও যুবকদের পক্ষে মোঃ ইজাজুল ইসলাম।
ঈদের আনন্দকে সমান ভাগে ভাগ করার জন্যে এমন আয়োজন। খুব পরিশ্রম ও কষ্ট করেছেন গ্রামের বিশিষ্ট মুরুব্বি ও যুবকরা। বিশেষ মোঃ মুহসিন আহমদ তার সাথীদের নিয়ে এমন সুন্দর ঈদের মাঠ প্রস্তুত করেছে।
উক্ত ঈদের জামাতে বিভিন্ন চাকুরীজীবি, ব্যবসায়ীক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঈদের জামাতের ইমামতি করেন জলুষা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওঃ উমর ফারুক ও মুসলিম উম্মাহ’র কল্যাণ কামনায় দোয়া করেন উত্তরপাড়া জামে মসজিদের ইমাম মাঃ নুর হোসাইন।
এলাকাবাসী প্রত্যাশা ও আশা এমন ঐক্যবদ্ধতা প্রজন্ম থেকে প্রজন্ম থাকবে।