সিলেট প্রতিনিধি:
সিলেটের একটি অভিজাত হোটেলে গত ৯ নভেম্বর ২০২৪ শনিবার কবি আবুল কালাম তালুকদারের প্রথম কাব্য গ্রন্থ কবিতাবলি,র প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুনন প্রকাশন ও বন্ধুমহলের( ডিগ্রি-২০০২, দক্ষিণ সুরমা সরকারি কলেজ)এর উদ্যোগে অনুষ্ঠিত আয়োজনে তরুণ কবি নাইমুল ইসলাম গুলজারের সাবলীল উপস্থাপনায় সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষক অধ্যাপক মতিলাল দাশ। কোরআন তেলাওয়াত করেন এডভোকেট আব্দুল হান্নান।
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিলেট ব্যুরো চিফ গল্পকার সেলিম আউয়াল। বিশেষ অতিথি ছিলেন কবি এডভোকেট আব্দুল মুকিত অপি, কবি ও সাহিত্য সমালোচক মামুন সুলতান এবং কবি ও প্রকাশক খালেদ উদ-দীন। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট ইকবাল আহমদ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শিশুসাহিত্যিক জসিম আল ফাহিম, ছড়াকার পৃথ্বীশ চক্রবর্তী, ছড়াকার তারেশ কান্তি তালুকদার সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবুল হাসনাত রুবেল,ফুটবল ফেডারেশনের রেফারী কামরান হোসেন কবি শহিদুল ইসলাম লিটন, কবি উত্তম কুমার চৌধুরী, কবি রোকসানা বেগম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সেলিম আউয়াল বলেন, জীবন যুদ্ধে জয়ী হতে হলে মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হতে হয়। কবিতা চর্চার মাধ্যমে মানুষের আত্মিক বিকাশ ঘটে। কবি আবুল কালাম তালুকদার কবিতার মাধ্যমে জীবন ও জগতকে প্রকাশ করেছেন। তার কবিতায় মানুষের কথা আছে। প্রকৃতির কথা আছে। সমাজ ও রাষ্ট্রের কথা আছে। ধর্ম ও আধ্যাত্মিক চেতনার কথা আছে। কবি তার কবিতাকে বর্ণিল চকে প্রকাশ করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন কবিকে ভালোবেসে বন্ধুমহল যেভাবে এগিয়ে এসেছেন তার ভূয়সী প্রশংসা করেন।
বিশেষ অতিথি কবি আব্দুল মুকিত অপি বলেন কবিতার বই লেখকের জন্য একটি অনন্য পাসপোর্ট। এই পাসপোর্ট দিয়ে লেখক সর্বমহলে প্রবেশ করার অধিকার রাখেন।
বিশেষ অতিথি কবি মামুন সুলতান বলেন- কবি আবুল কালাম তালুকদার কবিতায় যথেষ্ট পারঙ্গমতা অর্জন করেছেন। তার কবিতার ভাব-বিষয় এবং ছন্দ-অলংকার ব্যবহারে দক্ষতার পরিচয় দিয়েছেন।
বিশেষ অতিথি কবি খালেদ উদ-দীন বলেন- কবিতা কেন পাঠ করতে হয় তার একটি সুন্দর দৃষ্টিভঙ্গির আলোকপাত করেছেন। মানবতা অর্জন করতে হলে কবিতার আশ্রয় নিতে হয়। কবিতা সেই অনুষঙ্গের চমৎকার একটি প্লাটফর্ম।
সভাপতির বক্তব্য কবির শিক্ষক অধ্যাপক মতিলাল দাশ বলেন- ছাত্ররা যখন শিক্ষককে ছাড়িয়ে যান শিক্ষক তখন মহাখুশি হন। কবি কালাম তালুকদার সেই কাজটি করেছে। তিনি লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- এজিপি এডভোকেট সৈয়দ খালেদ হোসেন,এপিপি এডভোকেট সোহেল মিয়া,এপিপি এডভোকেট মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের ম্যানেজার সেলিম আহমদ, প্রাইমারী শিক্ষক শাহজাহান মিয়া,,শাহ আলম, মোর্শেদ বখ্ত প্রমুখ। সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি এবং সবাইকে নিয়ে ডিনারের আয়োজন করা হয়।