মোঃ রেজাউল ইসলাম
চিঠি দিবসের রঙিন সকাল, স্মৃতি নিয়ে আকাশ মেলা,
কলমের সুরে সজীব হয়, মনের আশা।
প্রিয়জনের লিখিত বার্তা, হৃদয় খুলে দেয়,
চিঠির মাধুরী প্রেমে, চিরন্তন স্নেহে গেঁথে দেয়।
অক্ষরের আঁকা ছবি, হৃদয়ের অন্দরের গান,
জীবনের পথের বাঁকে, প্রেমের এক সুরেলা গান।
কথার মাধুরী ভালোবাসা, গন্তব্যে পৌঁছে যায়,
চিঠির মোহময় জাদু, দূরত্ব দূর করে দেয়।
আজকের এই বিশেষ দিনে, চিঠি হাতে তুলে ধরো,
প্রেম ও বন্ধুত্বের বাঁধন, নতুন এক আলো ছড়াও।
চিঠির এই সুবাসে, মনের অভিব্যক্তি দিয়ে,
সুখের স্মৃতির সুরে, জীবনকে রাঙিয়ে তোলো।
আজকের দিন তোর কথা নিয়ে, চিঠি লেখা শুরু করি,
প্রিয়জনের হাসির ছবি যেন হৃদয়ে ধরি।
চিঠি দিবসের এই সকালে, এক অন্যরূপের মেলা,
ভালোবাসার সুর ছড়িয়ে, চিরন্তন স্নেহ বেলা।