সংবাদদাতা: ভারত
কলকাতা: আজ বিকেলে কলকাতার নলিনী গুহ সভা ঘরে অনুষ্ঠিত হল আন্তর্জাতিক আমার ভারত পত্রিকা আয়োজিত বঙ্গ সাহিত্য সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান। অনুষ্ঠানের সভাপতি ছিলেন কবি অরবিন্দ সরকার এবং বিশেষ অতিথি পবিত্র সরকার। উপস্থিত ছিলেন বাঙালি বিশ্বকোষের মুখ্য ব্যবস্থাপক, সম্পাদক ও শিশু সাহিত্যিক জনাব আব্দুল করিম। অতিথি হিসাবে আরও যারা ছিলেন তারা হলেন শক্তিপদ গাঙ্গুলি ও সাকিল আহমেদ ও প্রাবন্ধিক তথা সাহিত্যিক আশিকুল আলম বিশ্বাস। অনুষ্ঠানে উন্মোচিত হয় আন্তর্জাতিক ‘আমার ভারত পত্রিকার’ বিশেষ সংখ্যা। পত্রিকার সম্পাদক আব্দুল করিম বাংলা ভাষাভাষী মানুষের শিক্ষা সংক্রান্ত দুর্দশার কথা তুলে ধরেন এবং কিভাবে সমস্যার সমাধান হতে পারে সে বিষয়েও গঠনমূলক আলোকপাত করেন। তিনি বাংলা ভাষাকে কীভাবে আরও বিস্তৃত করা যায় সে বিষয়ে আলোচনা রাখেন যা বাঙালি জাতির কাছে বেশ তাৎপর্যপূর্ণ ।
অনুষ্ঠানে গঠনমূলক বক্তৃতা ও খালি গলায় মিষ্টি সুরে গান গেয়ে শোনান বিশেষ অতিথি পবিত্র সরকার। সংবর্ধিত হন বহু সংখ্যক কবি সাহিত্যিক ও গুণীজন।