সুখে প্রেয়সী তোমার ঐ চোখের জল
নীহারিকার ন্যায় পানিতে টলমল
বিধিসার অমাবস্যায় ভাবিয়া চৌচির
আছিনু তবুও জানতে কি চেয়েছ?
কত নিলীমার রক্তিম সূর্যস্নান
তোমার চেতনায় আজও বিনিদ্রায় আমি অম্লান।
হাতের তালুতে ভাগ্য রেখা
ভুলে কি গেছ চাঁদনী রাত দেখা?
অম্বর এর বিশালতা পারেনি বুঝাতে
ধনুকের ধারে নিজেকে পারলে কিভাবে সাজাতে?
অজস্র চিন্তা করিয়া বুঝিলুম আসলেই তুমি পাশান
এত দিন পর হৃদয়কে ছুড়ে দিয়ে আমি হলাম শ্বশ্মান।
এখন বুঝতেছি তোমার ঐ নেত্রবারি শুধুই বিলাসিতা
তাই অহেতুক ঝরে পরছে জীবনের সব পাতা।
গগন বিধারি সূর্যের রশ্মি
ছেড়েছি প্রণয়ের জন্যে বাওয়া বড়শি
রুগ্ন আমি তবুও চাহিয়া দেখি শেষ রাশি
ঘুরিয়া ফিরিয়া তোমারই কাছে একতরফা আসি
আলোর কিরণে জ্বলে যেমন মাটি
তোমার আঁখিজল তোমার জন্যেই খাটি।
সহজ সরল ধাধানো লোচন এর পোলক
প্রীতির সাধনাতে আর পরাবোনা তোমায় নোলক,
হর্ষের আগ্রহে জলে ভরিয়োনা ঐ তোমার আখি
প্রেয়সী অনেক আগেই করেছি তোমায় অবারিত পাখি।