কলমে: কামনা ইসলাম
সৃষ্টি জগতের মালিক তিনি
তিনি মোদের রব,
ভালো মন্দ তিনিই বোঝেন
তিনিই বোঝেন সব।
তিনি আকাশ থেকে বৃষ্টি দেন
সেই আকাশই চাঁদ,
যে আকাশ দিনের আলো
সেই আকাশেই রাত।
মহান তিনি মালিক আমার
তার দয়াতে চলি,
এই মুখেতে কভু যেন
মিথ্যা নাহি বলি।
বটবৃক্ষ, লতাপাতা,
চন্দ্র সূর্য গ্রহ তারা
তারই ইশারায় চলে ওরা।
পশু পাখি, নদী নালা
আগুন পানি বৃক্ষ ভেলা
জগত মাঝে বসায় মেলা।
হে মহিয়ান তুমিই মহান
তুমি মালিক রহমান,
সদা সর্বক্ষণ গাহি যেন মোরা
তোমার নামে গুনগান।