কলমে: রোজিনা খাতুন
আচ্ছা নিজেকে বদলে নিতে প্রথমে কি করতে হয়?
আমি বদলে যেতে চাই এটা ভাবলেই কি হয়?
একাকী ঘরের কোনে প্রদীপ নিভিয়ে শুনশান পরিবেশ
এই পৃথিবীতে মুক্তি বলে কিছু নেই মনেহয় সব শেষ।
ঘর ছেড়ে বাহির পানে দীর্ঘশ্বাস ফেলে বাঁচি
সবুজে শ্যামলে ফুলের গন্ধে মাটির ঘ্রাণ খুঁজি।
মধ্য দুপুরে তপ্ত রোদ একাকী খালি পায়ে ব্যানার হাতে
লাল সবুজের পতাকা কপালে বেধেঁ হাটছি বালুকা রাশিতে।
ছুটছি দিক বিদিক খুঁজছি মুক্তির পথ
স্বাধীনতা নিয়েই ফিরবো করছি শপথ।
চারিদিকে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশের পঁচা গন্ধ
রাস্তায় মৃত্যুর মিছিল সামনের পথ একেবারে বন্ধ।
কাঁটাতারের বেড়ার ফাঁকে শরীরটা ছিড়ে হলাম পার
গুলির জোয়ারে বুকটা সবার একেবারেই ছারখার।
কান পেতে শুনেছি শহীদেরা বলছে আমরা মরিনি
আমরা ক্লান্ত তোমাদের মধ্যে আজো আছি সরিনি।
ব্যক্তি বদলালে সমাজ বদলাবে তার পরে দেশ
না হলে কালে কালে ধ্বংশ হয়ে যাবে শেষ।
বাংলাদেশের পতাকা ঊর্ধ্ব গগনে বিরামহীন উড়বে
ব্যক্তি সংস্কারে ঘরে ঘরে মুক্তির জয়গান চলবে।
দেশকে নতুন গড়ে তুলতে অদম্য ইচ্ছা শক্তি প্রয়োজন
পরিবার সমাজ রাষ্ট্র দেশের সম্মিলিত আয়োজন।