সংবাদদাতা: ভারত
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারটির ৪৩ তম বার্ষিক সাধারণ সভা সাড়ম্বরে অনুষ্ঠিত হল ২৯শে ডিসেম্বর ২০২৪ রবিবার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ নূরুল ইসলাম সরদার। এছাড়াও উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আলী, ড. শক্তিনাথ সাহা, ড. মোস্তফা আব্দুল কাইয়ুম, আলহাজ্ব কাসেম আলী, সাইদুর রহমান, মোঃ রওশন আলী, ডাঃ ইসাহক মন্ডল, সাংবাদিক এনামুল হক, আলহাজ্ব আব্দুর রাজ্জাক, আলোর সন্ধানে পত্রিকার সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল, সহসভাপতি মাকফুর রহমান, বিশিষ্ট সমাজসেবী রমেন সরদার। সমস্ত অতিথিবৃন্দের ব্যাচ এবং পুষ্পস্তবক দিয়ে সম্মাননা জ্ঞাপন করেন। উপস্থিত অতিথিবৃন্দ তারা তাদের সমস্ত বক্তব্য পেশ করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইমরান মণ্ডল।
প্রকাশিত হয় স্বরূপনগর ইসলামিয়া পাঠাগারের বার্ষিক মুখপাত্র এনামুল হক সম্পাদিত “আল হামরা”। এটি ছিল ১৬তম সংখ্যা। আলোর সন্ধানে পত্রিকার সহ-সম্পাদক সরবত আলি মণ্ডল একগুচ্ছ বই পাঠাগারের সম্পাদক মোঃ রওশন আলি সাহেবের হাতে তুলে দেন। এই পাঠাগারের বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে এলাকার মানুষের মধ্যে একটা আনন্দের শিহরন জেগে ওঠে। সমস্ত অতিথিসহ হাজার খানেক মানুষের দুপুরের আহারের ব্যবস্থা থাকে। আলহাজ্ব তরিকুল ইসলাম সাহেবের শেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।