কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
আমায় তোমরা বেশ্যা বলো
পেটের দায়ে বেচলে দেহ!
নৈতিকতা বেঁচো তোমরা
তোমাদের বেশ্যা কহে না কেহ!
ধর্ষণ করে কাপড় ঝেড়ে
পুত পবিত্র পুরুষ সাজো!
তোমার দেয়া সন্তান গর্ভে
সাজা পায়, নারী আজ-ও!
ভালো বাসার ছল করে
দেহ ভোগে সরে পড়ো!
সমাজ বিচারে কুমারী মাতা
ঠাঁই কোথা খোঁজ নাই কারো!
সুদ ঘুষ হত্যা ধর্ষণ
পুরুষ জাতির নিত্য কর্ষণ,
কসবি মরলে নদীতে ভাসায়
পুরুষ পুংশ্চলী লাশে পুষ্পবর্ষণ!
এক নারী তে, হয়না বাসর
পুরুষ ছাড়া নারী কি ছিন্না হই?
সমাজ রাস্ট্রে পুরুষের এত অপকর্মে
পুংলিঙ্গে তোমাদের কি’বা কই ?
আমরা পথে নামী, ভাগ্য দোষে
তোমরা পুরুষ বেড়াও, শত নারী চষে,
সব নারী চায় ঘরবর সংসার
তোমরা পুরুষ আলগা বাঁধন পেয়ে বেড়াও নিজ জোশেঃ
ভালোবাসার হাতছানি পুরুষের ফাঁদ
প্রেম-ভালোবাসা নারীর জন্য পাপ!
মিথ্যা আশ্বাসবাণী নারীর গলার ফাঁস
প্রায়শ্চিত্ত করে নারী পতিতা পল্লীর অভিশাপ!