কলমেঃ সাহেলা সার্মিন
বিদায় সব সময়ই বেদনার
সুখ দুঃখের স্মৃতি হারাবার,
কারো কেটেছে অনেক সুখে
কেউ ভুগেছে শোকে।
কেউ হারিয়েছে প্রিয়জন
কারো হয়েছে সংযোজন
এতিম হয়েছে কতো কে জানে!
রাজনৈতিক অস্থিরতায় কারো কেটেছে হতাশায়
জেল জুলুম অত্যাচারে আধমরা হয়েছে নৃশংসতায়!
চাকরির কোটা সংস্কারের সম্মেলন
অধিকার আদায়ের কতো আন্দোলন।
ঘটেছে কতো নৃশংস হত্যাকাণ্ড
কারো পদ পদবি শূন্যের কোটায়
কেউ ভরেছে ভাণ্ড।
২০২৪ সালে ঘটেছে কতো ঘটনা
ঘটেছে তিনটি বিমান দুর্ঘটনা,
সচিবালয়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড
দেশবাসী হয়েছে হতভম্ব!
এমভি আব্দুল্লাহ ছিনতাই হয়
সোমালিয়ান জলদস্যুর দ্বারা,
ঘুর্ণিঝড় রোমালোর আঘাত ছিলো খাপছাড়া।
বারো লাখ টাকা ছাগলে কেউ হয় পদচ্যুত
প্রমান মেলে বেনজিরের দুর্নীতির আলামত। অনাকাঙ্খিত ঘটনার মাঝে আনন্দের যা
এসিসি অনুর্ধ্ব এশিয়া কাপ শিরোপা।
বিজ্ঞান ও প্রযুক্তির নতুন উদ্ভাবনের হার
হাসপাতালের অস্ত্রপাচার থিয়েটার।
বিশ্বে বেশিরভাগ দেশেই কমেছে মূদ্রাস্ফিতি
বিভিন্ন দেশে ঘটেছে নতুন সরকার প্রীতি।
জো বাইডেনকে হারিয়ে ট্রাম্পের প্রত্যাবর্তন
রাশিয়া ইউক্রেন যুদ্ধ,গাজায় গণহত্যা অব্যাহত।
রাত বারটার পর শুরু হবে কাউন্ট ডাউন
২০২৪ পেড়িয়ে শুরু হবে ২৫ এর আগমন।
২৪’ এর মন্দটুকু যাক ধুয়ে মুছে
ভালোটুকু চলে আসুক ২৫’এর পিছে।
মানবিক বোধ হোক জাগ্রত
ভালোবাসায় ভরুক বিশ্ব,
তিমির রাত্রি যাক কেটে যাক
দেখবো ভালোবাসা আর সুখ সফলতার দৃশ্য।