সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন

কবিতা- নতুন বছর মানে

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ২৬ Time View

কবি- আফজাল হোসেন

————————————–

নতুন বছর মানে নতুন সাল, নতুনদিন,

নতুন ক্যালেন্ডার;

নতুন বছরে নতুন সুযোগ আসে,

নিজেকে পাল্টাবার;

নতুন বছর মানে নিজেকে ভালো

কাজে লাগাবার।

নতুন বছর মানে নতুন স্বপ্ন,

নতুন সম্ভবনা,

নতুন বছর মানে সামনে এগিয়ে চলার

নতুন উদ্দীপনা।

নতুন বছর মানে নতুন আশায়

নতুন অনুপ্রেরণা;

নতুন বছর মানে বার্ধক্য মনেও আনে,

কিশোর দুরন্তপনা।

নতুন মানে অতীতের ব্যর্থতাকে

ভুলে যাওয়া;

নতুন বছর মানে নতুন প্রত্যয়ে,

নতুন উদ্দোগে আবার শুরু করা।

নতুন বছর মানে নতুন কর্ম,

নতুন স্বপ্ন দেখা;

নতুন বছর মানে স্বপ্ন বাস্তবায়নে,

উঠেপরে লেগে থাকা।

নতুন বছর মানে সাজিয়ে-গুছিয়ে,

নতুন পরিকল্পনা করা;

নতুন বছর মানে সাধনা আর অধ্যবসায়ে

নতুন উদ্ভাবনা।

নতুন বছর মানে নতুন হিসেব,

নতুন হালখাতা,

নতুন বছর মানে সফলতা,

স্বচ্ছতা।

নতুন বছর মানে মানুষের জন্য

ন্যায়-নীতির সাম্যতা।

নতুন বছর মানে অলসতা নয়,

নতুন কাজে নতুন অভিজ্ঞতা।

নতুন বছর মানে পরাজয়ের গ্লানিমুছে,

আবার ঘুরে দাঁড়া ;

নতুন বছর মানে ব্যর্থতা-কান্না ভুলে,

নতুন করে হাসা।

নতুন বছর মানে শিরোপা জয় নিয়ে

ঘরে ফেরা;

নতুন বছর মানে বিজয়ের

নতুন মালা পরা।

নতুন বছর মানে ক্ষোভ,আক্রোশ আর

হিংসাকে ভুলে যাওয়া;

নতুন বছর মানে সমঝোতা আর

ক্ষমা করে দেয়া।

নতুন বছর মানে মানবতা, উদারতা, বন্ধুত্বে

শত্রুর মন জয়ে;আপন করে নেয়া।

নতুন বছর মানে ভুলের শোধন,পরিবর্তন,

আর সর্ব উন্নয়ন করা,

নতুন বছর মানে নিজেকে, পরিবার, সমাজ,

দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়া।

নতুন বছর মানে ভেবে-চিন্তে

পুনরায় চেষ্টা করা,

নতুন বছর মানে সিদ্ধান্ত গ্রহনে

আরেকবার ভেবে দেখা।

নতুন বছর মানে নতুন জয়ের নতুন উদ্দামতা;

নতুন বছর সবার জন্যে বয়ে আনুক- শান্তি,

সৌহার্দ্য, সহানুভূতি, সহযোগিতা, সহমর্মিতা,

সৌজন্য -সম্প্রীতির নতুন বারতা।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102