এম.কে.জাকির হোসাইন বিপ্লবী, নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াত ইসলামের নিবেদিত প্রাণ কর্মী, বিশিষ্ট সমাজসেবক, গরিব দূঃখী মেহনতি মানুষের বন্ধু জনাবঃ আল হেলাল সাহেবের আহ্বানে, বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে গত (রবিবার ৮ সেপ্টেম্বর) চুয়াডাঙ্গায় এক বিশাল ওয়ার্ড সমাবেশের আয়োজন করা হয়। উক্ত সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলার আমির এ্যাড: রুহুল আমিন। উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান এবং বিশিষ্ট সমাজ সেবক আল হেলাল সহ আরও অনেক স্থানীয় নেতৃবৃন্দ।
উক্ত সমাবেশে উপস্থাপনা বক্তব্য দিতে গিয়ে জনাবঃ আল-হেলাল জনগনের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রিয় বন্ধুরা আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর, আগামীর বাংলাদেশ হবে সৎ ও ন্যায় ইনসাফের বাংলাদেশ, জামায়াতে ইসলামীর স্লোগান ” আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই।
উনি সাঈদী সাহেবের অনুস্মরণে বলেছেন, সাঈদী সাহেব বলেছিলেন বাংলাদেশে এমন কোনো ঘর থাকবে না, যেখানে জামায়াতে ইসলাম থাকবে না। আজ বাংলাদেশ জামায়াত ইসলাম বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে পৌছে গেছে। ইসলামি রাষ্ট্র বিষয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এই বিশিষ্ট সমাজসেবক।
ইসলামি রাষ্ট্র জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ এবং চুয়াডাঙ্গা জেলার নায়েবে আমীর মাওঃ আজিজুর রহমান। প্রধান মেহমানের বক্তব্য দিতে গিয়ে চুয়াডাঙ্গা জেলা আমীর জনাবঃ এ্যাডঃ রুহুল আমিন সাহেব বলেন আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী মানুষের অধিকার বাস্তবায়ন করতে চাই।আাওয়ামীলীগের শোষনের ইতিহাস তুলে ধরে উনি বলেন আমরা এদেশের কে কোন দল করে এটা বিবেচ্য বিষয় নয়,বিবেচ্য বিষয় হচ্ছে এদেশের নাগরিকত্ব। যদি এদেশের নাগরিক হয়,তাহলে অবশ্যই আমরা তার অধিকার বাস্তবায়নের কাজ করবো।আাওয়ামীলীগের জুলুমের ইতিহাস তুলে ধরে বলেন এদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই হচ্ছে আমাদের অন্যতম লক্ষ্য।জামায়াত ইসলামি এদেশের প্রতিটা অসহায় মানুষের পাশে থাকতে চায়। এদেশ জামায়াতে ইসলামের কাছেই নিরাপদ, কারন জামায়াতে ইসলাম জনতার কল্যাণে কাজ করে। এই ৫৩ বছরে দেশ কে অনেকেই অনেককিছু করতে চেয়েছে,কিন্তু কিছুই করতে পারেনি।সবাই শুধু নিজের আখের গুছিয়েছে।কিন্তু জামায়াত ইসলাম দখলবাজের রাজনীতি করে নাই,জামায়াতে ইসলাম আল্লাহর সন্তুষ্টি অর্জনের রাজনীতি করে।জামায়াত ইসলাম জনগনের অধিকার আদায়ের রাজনীতি করে।বাংলাদেশের অথিতের রাজনীতির ইতিহাস তুলে ধরে, ভবিষ্যৎ রাজনীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সবাইকে দেশের স্বার্থে কাজ করার দাবি জানিয়ে উনি বলেন, জনগন সাথে থাকলে সামনের দিন হবে, ইসলামের দিন,সামনের দিন অধিকার আদায়ের দিন, কেটে খাওয়া মানুষের অধিকার বাস্তবায়নের দিন, সামনের দিন জামায়াতে ইসলামের দিন। জনতার উদ্দেশ্যে আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করে বক্তব্য শেষ করেন।