০১- কবিতা – মাঝি
ধানের ক্ষেতে বাতাস বয়
দামাল ছেলের মত,
ডাক দিয়ে বলে,আয়রে তোরা
ডাকব আর কত।
মুক্ত মায়ের মিষ্টি হাওয়া,
তোকে না যায় ভাগ্যে পাওয়া।
হারাস নে ভাই অবহেলায় রে
দিন যায় গত,
ধানের ক্ষেতে বাতাস নেচে
যায় চপল ছেলের মত।
ছোট নদী কোন সূদুরে
ধায় বক্ষে রজত ধারা,
ডাক দিয়ে কয়
আয়রে ছুটে আয় রুগ্ন সাহস হারা।
লাগলে মাথায় বৃষ্টি বাতাস,
উল্টে কি যায় সৃষ্টি আকাশ।
রোদের ভয়ে থাকলে শুয়ে রে
নৌকা বইবে কারা?
ছোট নদী-কোন সূদুরে
ধায় রক্ষে রজত ধারা।
০২- কবিতা- শিশু
ওরে ও শিশু
থাকিস নে আর অট্টালিকার ঘরে,
বাইরে এসে দেখনা একটু
সূর্য মামার কিরণ হাসি।
ওই যে দেখ কালো চাষার ছেলে
সকাল বেলা বেরিয়েছে মাঠে,
ওরাই তো বাপের ছেলে
স্নেহময়ী রুপ ধরে আছে দাঁড়িয়ে।
তারাই যেন বাংলার ঘরে
মিলেমিশে থাকে আপন কুড়ে ঘরে,
সুখে দুখে একই পাশে
থাকবে যেন মনের সুখে।