কলমেঃ মিমহা নাছরিন ইপা।
ইসলামের পথে, আমরা হাঁটবো,
আল্লাহর পথে, সব বাধা কাটবো।
যখন অন্যায় ছড়ায়, আমরা জেগে উঠি,
সত্যের দীপ জ্বালিয়ে, অন্ধকার কাটাবো।
নবীর আদর্শে, আমরা চলবো,
শান্তির বার্তা, হৃদয়ে তুলে ধরবো।
ধর্মের নামে যারা করেন অন্যায়,
তাদের বিরুদ্ধে, আমরা হবো প্রতিবাদী সৈন্য।
আল্লাহর কসম, আমরা থামবো না,
সত্যের পথে, কষ্ট সহ্য করবো আমরা।
নফসের বিরুদ্ধে, যুদ্ধ ঘোষণা,
ইসলামের জন্য, করবো প্রতিরোধের প্রহর।
মিথ্যার বিরুদ্ধে, গর্জে উঠুক আওয়াজ,
সত্যের জন্য, করবো সংগ্রামের সাজ।
মুসলিম উম্মাহ, একত্রিত হয়ে দাঁড়াও,
ইসলামের জন্য, সবাই মিলে লড়াই করো।
শান্তির পতাকা, তুলে ধরবো আমরা,
সত্যের পথে, অগ্রসর হবো সারা।
অন্যায় আর অবিচার, আর সহ্য নয়,
ইসলামের পক্ষে, গর্জে উঠুক আমাদের জয়।