বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৯:২২ পূর্বাহ্ন

কবিতাঃ দুই হাজার পঁচিশ

Coder Boss
  • Update Time : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ২৪ Time View

কলমেঃ মো.সিরাজউদ্দিন।

দুইটি হাজার চব্বিশ গেল এলো পঁচিশ সাল-
পঁচাশি হতে সবাই যেন–কাটাই সুখে কাল।
পুরান ধারা খতম হয়ে— এলো নতুন দিন-
সবার মনে নতুন সালের বাজুক খুশির বীণ।

জ্ঞানবিচারে আমরা মানুষ গগন জ্যোতি মুন-
পঁচিশ যেন ফুলের মতোন–থাকে সবার গুণ।
দ্বন্দ্ব বিরোধ ভুলে গিয়ে বাঁধবো সুখের পণ-
সুখের পণে জাগ্রত হোক ঘোর আঁধারে মন।

সর্বনাশের দুনিয়াতে–– আমি–তুমি- কার-!
পতন ধারায় খতম হলাম-যিনি যে যা তার।
কত্তো মানুষ এলোগেলো-রইলো না কেউ ধার-
মিছেমিছি কোলাহলে— জগৎ করলাম পার।

একক পন্থায় এক বাঁধনে ধরবো সঠিক পথ-
দ্বন্দ্ব বিরোধ খুঁদ ফেলিয়ে চালাই জীবন রথ।
আঁধার মনে আলো ফুটুক বক্রতা হোক দুর-
সবার মনে চাঁদনী হাসুক আঁধার’টা হোক ভোর।

মনের ময়লা দুর হয়ে যাক চিত্তে ফুটুক ফুল-
পশ্চাৎপদের ভাবনা ঘৃণা যাক উড়ে সব ভুল।
কটুকথা দ্বন্দ্ব আড়ি সকল করে নাশ-
প্রেম মিতালির জীবন গড়ে করবো সুখে বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102