কলমেঃ জাসমিনা খাতুন
————————-
আমি যদি তুমি হতাম,
তাহলে তাকে কী দিতে পারতাম?
প্রথমত আমি তুমি হতে চাই না..।
আমি যদি আমি হতাম,
তাহলে তাকে সময়ের অমূল্য স্পর্শ
আর সততার অক্ষয় আলোকধারা দিতে পারতাম।
কিন্তু তুমি যদি তুমি হতে,
তাহলে তাকে কী দিতে পারতে?
আমাকে যা দিয়েছ,
তাই দিতে পারতে কি?
না, সেটা তো আশা করা যায় না।
হায়, সেই আশার ফাঁদে জড়িয়ে
তুমি দিলে কেবল ছাই—
তোমার সঞ্চয়ে যে অভিনয় ছাড়া আর কিছু নেই।
তবু, এই ছলনার পর্দার আড়ালে
আমি দেখতে পাই
তোমার সত্যিকারের রূপ—
সেখানে হয়তো নেই কোনো প্রেম,
তবু এক অন্তহীন প্রহেলিকা।