সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্য কে সামনে রেখে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রসাশনের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্টের (২০২৫) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
৮ই জানুয়ারি বুধবার বিকাল ৩ ঘটিকায় মধ্যনগর বিশ্বেশরী পাবলিক উচ্ছ বিদ্যালয় ও কলেজের মাঠে খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় অংশগ্রহণ করে উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন ফুটবল একাদশ বনাম চামরদানী ইউনিয়ন ফুটবল একাদশ।
৬০মিনিটের হাড্ডা হাড্ডি লড়াই মধ্যে উত্তর বংশিকুন্ডা ইউনিয়ন একাদশকে ২-১গোলে পরাজিত করে চামরদনী ইউনিয়ন একাদশ দল চ্যাম্পিয়ন হয়।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ক্রীড়ামোদী ব্যক্তিত্ব সাবেক মধ্যনগর ইউনিয়ন পরিষদের জননন্দিত চেয়ারম্যান আব্দুল কাইয়ুম মজনু।
খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়ের পক্ষে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার মোঃ সামছুল আলম, মধ্যনগর থানার ইন্সপেক্টর আসাদ মিয়া,এস আই বিকাশ রঞ্জন সরকার,এ এস আই মিজানুর রহমান,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার, সাবেক ধর্মপাশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, জেলা যুবদলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এম শহিদ, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন সোহেল,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর, জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্র নেতা অপি মিয়া, সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ।