সফল হলেই অতীত ভুলি
এটাই মোদের গুণ,
মনের ঘরে বসত করে
ঠুকরে খাওয়া ঘুণ।
যে মুখেতে ডাকতে আপু
সেই মুখে আজ তালা,
যোগ্য কাউকে পেয়ে আমায়
করছো তুমি হেলা।
এত দিনের মায়া মমতা
কেমনে থাকি ভুলে?
তাইতো আজ বুক ভিজে
দুই নয়নের জলে।
ভাইয়া তুমি ভালোই আছো
আমি তাহা জানি,
পিছন থেকে ডেকে আর
করবো না হয়রানি।
তোমার উপর আমার আর
কোন অভিমান নাই,
অনেক উন্নতি করো তুমি
শুভেচ্ছা জানাই।