শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

বৃহত্তর ইসরায়েল মানচিত্র প্রকাশ!

Coder Boss
  • Update Time : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৭ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

আমরা মুসলমানেরা এত বড় আহাম্মক যা ভাষায় প্রকাশ করা কঠিন! জ্ঞানবিজ্ঞানে পিছনে আছি সারাবিশ্বের থেকে, আলপিন থেকে যুদ্ধবিমান এফ – ১৬ বা রাফেল — ৩৫ কিনতে হয় চীন রাশিয়া ফান্স বা আমেরিকা থেকে তবুও এমন শিক্ষা বাংলাদেশে চালু যে শিক্ষায় শিখানো হয় বিজ্ঞান সাহিত্য দর্শন শিক্ষা হারাম। নারীর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়া হারাম!
মুসলমান দেশের কোন সরকার পতন হলে তারা স্বাধীন হয়েছি বলে বেড়ায়, Genocide Revolution Independence যেন একজন সিরিয়ার বাশার পতন বা বাংলাদেশের হাসিনা পতনেনই রাস্ট্র বিজ্ঞানী আব্রাহাম লিংকন, গার্নার, হবস, প্লুটো, এরিস্টটল সাবাইকে এক সরকার হঠানোর মধ্যে পেয়ে যায়! ভবিষ্যৎ একবার ও চিন্তা করে না!

প্রিয় পাঠক, ইসরায়েল সিরিয়ায় ২০১৩ সাল থেকে ২৫০ বার বিমান হামলা চালিয়েছে! বাশার একসময়ে এতই জনগণের বন্ধু ছিলেন যিনি তার বাবার অনেক কঠোর আইন তুলে দিয়েছিলেন! তিনি পাবলিক হোটেলে বসে শত লোকজনের সাথে লাঞ্চ ডিনার করতেন! সেই বাশার আল আসাদ কে জন বিছিন্ন করতে দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হলো, শুরু হলো গৃহযুদ্ধ, তৈরি হলো “আইএস” নামে মুসলমান বানানোর কারখানা যার ভক্ত দঃ এশিয়ায় ছড়ায় গেলো! অথচ সবশেষে দেখা গেলো আইএসের দাড়ি-টুপি ওয়ালা সব ইহুদি! বাশার তো গেলো, পালাতে হলো তাকে রাশিয়ায়!
দ্রুত ইসরায়েল ‘সিরিয়ার গোলান মালভূমি’ দখল করে নিলো! মধ্য প্রাচ্যের সব দেশে উত্তেজনা বেড়েছে। বিপদে ইরান, ফিলিস্তিন স্বাধীনতা মুখ থুবড়ে পড়েছে! জাতিসংঘের ১৯৬ দেশের ১৬৩ দেশ স্বীকৃতি একজন বাশার পতনে জর্ডানের ডেড সিতে ডুবে গেলো!
বিপদে ফিলিস্তিন স্বাধীন রাস্ট্র সমর্থক যোদ্ধা ইরাক, ইয়েমেন, লেবানন, বাহরাইন!
মজার কথা বাশারকে তাড়ানো আহম্মক সরকার হাবলার মত তাকিয়ে দেখছে মার্কিন পলিসি থ্রু ইসরায়েল! স্বাধীনতা পেয়েছে চীৎকার থেমে গেছে।
ইসরায়েল তাদের দেশের নতুন ম্যাপ প্রকাশ করেছে জর্ডান লেবানন ফিলিস্তিন সিরিয়া নিয়ে! সামান্য একজন লোক সরে যাওয়ায় কি অবস্থা মুসলিম দুনিয়ার!

আসুন বাংলাদেশের অবস্থা! একজন অপরিনামদর্শী নির্বোধ ঘুমন্ত দুর্নীতি প্রশ্রয়দানকারী শাসক হাসিনা পতন, অনেকে আমরা খুশি কিন্তু ধাক্কা টা সারা এশিয়া ভীষন ভাবে উদ্বিগ্নতায় ভুগছে! চীন, রাশিয়া, ইরান, তুরস্ক (ইউরোপীয় দেশ), মধ্য প্রাচ্যের ২৪ দেশ —
ভারতের ও তেলবাজি বাড়াতে হচ্ছে!
বাংলাদেশের নতুন সরকার দারুন জ্ঞানী গুনি সৎ রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন! মিয়ানমার ২৭১ কিলোমিটার সীমান্ত অরক্ষিত এবং আরকান নতুন রাস্ট্র হতে যাচ্ছে তাদের দখলে টেকনাফের নাফ নদী ঘুমধুম পর্যন্ত। ভারতের লেজ দিয়ে কান চুলকানো খেলা খেলে ডেকে আনা হয়েছে পঞ্চাশ হাজার সৈন্য সীমান্তে। ভারতের সাথে প্রায় ৪ হাজার ৩০০ কিলোমিটার সীমান্ত অরক্ষিত! সরকার নির্বিকার!
বাংলাদেশের রাঙামাটি বান্দরবন পার্বত্য চট্টগ্রাম এই তিন জেলায় সারা দেশের ৭৬% বৌদ্ধ বাস করে, তাদের নাকি “আরাকান রাস্ট্রের সাথে চাই”! ভারতের কতটুকু প্রয়োজন তা এখন ও তারা প্রকাশ করেন নাই!
ভারত দঃ এশিয়ার একটা ভদ্র রাস্ট্র, গ্রেট বৃটেনের পর বিশ্বে দ্বিতীয় গনতান্ত্রিক রাস্ট্র! বিশ্বের ৬ ষ্ঠ শক্তিশালী দেশ হ’য়ে ও আমাদের অনেক ইতরামি সহ্য করে ৫০ হাজার সৈন্য সীমান্তে এনেছেন, যুদ্ধ ছাড়া এমনটা করাও আন্তর্জাতিক আইন কানুনের বরখেলাপ! আসলে আমরা যদি সকালে পশ্চিম বাংলা দখল করি বিকালে শিলিগুড়ি চিকেন নেক এবং সন্ধ্যায় সেভেন সিস্টার্স দখলে নেই তা হলে চারিদিকে বাংলাদেশ কে বেষ্টনী দেয়া ভারত আর আমাদের কত সহ্য করবে! চারিদিকে বেষ্টনী বলেছি এজন্য যে বঙ্গোপসাগরে দুটো সাবমেরিন দাড় করালে চারিদিক বেষ্টনী ই হয়! অথচ ভারত এমন সাহস মুজিব জিয়া এরশাদ খালেদা হাসিনা কোন আমলে পায় নাই! বার-বার বলে থাকি, ‘রাজাকে রাজনীতি জানতে হয়”! বিশ্বের ক্ষুদ্রতম দেশ হিসাবে যতোটুকু ব্যালান্স রাখতে হয় ততটুকু তারা মেইনটেইন করে চলেছেন। স্মর্তব্য, মোরারজাই দেশাই
প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ” প্রেসিডেন্ট জিয়া কোন প্রোটকল ছাড়াই বিনা নিমন্ত্রণে দিল্লি নিজে পৌঁছে তাকে অভিনন্দন জানিয়েছিলেন! রাজনৈতিক বাগাড়ম্বর করা যায় নতজানু পররাষ্ট্র নীতি বলে বা ভারত প্রীতি বলে, এমন ছ্যাড়াব্যাড়া অবস্থায় তারা পড়েন নাই!

আমরা দেশের সংবিধান পরিবর্তন করছি, গাদা গাদা সংস্করণ নথি তৈরি করছি, ১৯৭১ এর মুক্তি যুদ্ধে ‘পূর্ব পাকিস্তানে’ ফিরে যাচ্ছি’, বৃটিশ আমলে ভাসানী সোহরাওয়ার্দী তর্কবাগীশ মুজিবের চাওয়া ম্যাপ তৈরি করছি, দেশ রক্ষা করছি কই? সীমান্ত নিয়ে সরকারের পরিকল্পনা কি?
সিরিয়া বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হলো কিন্তু দেশের অস্তিত্ব হুমকির মুখে তা টের পাবেন কবে? সিরিয়া টের পেয়ে গেছে কারন তাদের যুদ্ধের মধ্যে বসবাস! দুটো দেশের দু’জন স্বৈরাচার বিশ্বে “গণ্য মান্য হিসাবের” ছিলেন, Both these two guise were globally renowned respectable as wellas countable as world leaders !

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102