মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জে শারীরিক প্রতিবন্ধী বাবুল হোসেনকে অর্থ সহায়তা ও শীতবস্ত্র হিসাবে কম্বল দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে তাকে নগদ দুই হাজার টাকা ও শীতবস্ত্র কম্বল তুলে দেন রায়গঞ্জ পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম। এ সময় পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ অনেকেই উপস্থিত ছিলেন। জানা গেছে, রায়গঞ্জ পৌর সভার ক্ষুদ্র বাশুড়িয়া এলাকার বাসিন্দা বাবুল হোসেন। তিনি শারীরিক প্রতিবন্ধী। এক পা নেই তার। প্রতিবন্ধী হয়েও ছোট্ট মুদি দোকানে অল্প পূঁজি নিয়ে করছেন ব্যবসা। এতে যা আয় হয় তা দিয়েই চলে সংসার। তবে অসহায় জীবনযাপন করা প্রতিবন্ধী বাবুল হোসেনের পাশে কেউ এগিয়ে আসেনি। বিষয়টি জানতে পেরে পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম তার পাশে দাঁড়ালেন। বাবুল আক্তার বলেন, হুইল চেয়ার না থাকায় আমি বহুদিন ধরে অনেক কষ্ট করেছি। টাকার অভাবে হুইল চেয়ার কিনতেও পারেনি। একদিন সামিদুলের সহযোগিতায় আমি একটি হুইল চেয়ার পেয়েছি। বর্তমানে কোন কাজ না থাকায় সংসার আর চলছে না। একমাত্র দোকানটিতে মালামাল উঠানোর টাকাও নাই। হঠাৎ আজ সামিদুল এসে আমাকে দুই হাজার টাকা ও একটি কম্বল দিয়েছে। এতে আমি অনেক খুশি। রায়গঞ্জ পৌর কৃষক দলের সাংগঠনিক সম্পাদক সামিদুল ইসলাম বলেন, প্রতিবন্ধী বাবুল আক্তার চলাফেরার জন্য তার একটি হুইল চেয়ার প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর তাকে আমি গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় হুইল চেয়ার দিয়েছিলাম। হঠাৎ নিদারুণ কষ্টে দিনযাপনের কথা শুনে আমার সাধ্য অনুযায়ী নগদ দুই হাজার টাকাসহ একটি শীতবস্ত্র কম্বল দিলাম।আমি একজন কৃষক। কৃষি কাজের পাশাপাশি রিকশা চালিয়েও সংসার চালাই। আমি যেমন গরিব মানুষ। তাই আমি আমার সাধ্যমতো অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করছি।