বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১০:২২ অপরাহ্ন

বাংলাদেশের সবাই কি সমরাস্ত্র পন্ডিত?

Coder Boss
  • Update Time : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।

একজন ধার্মিক ভদ্রলোক ভিডিও তৈরি করেছেন কিভাবে ভারতের ত্রিপুরা কে ব্রাহ্মণবাড়িয়ার সাহসী লোকেরা ঢাল সড়কি বল্লম ট্যাটা দিয়ে দখল করে নিতে পারেন তা মানচিত্রে দেখালেন! তার দাড়ি-টুপি দেখে ধর্মভীরু বলেছি!

প্রিয় পাঠক, দার্শনিক গোখলে বলেছিলেন, “বাঙালি জাতি আজ যা ভাবে, সারা ভারত তা বোঝে একসপ্তাহ পরে! তিনি বাঙালির মেধার প্রশংসা করেছিলেন! সেটা কোন বাঙালি, এমন আহাম্মক আমি জীবনে প্রথম দেখলাম তাই নয়, আরো দেখেছি! বর্তমান সরকারের সময় Summation of foolish সামনে এসে যাচ্ছে! কোন একজন প্রাক্তন সেনা অফিসার বলেছেন,” হুকুম দিলে এক ঘন্টার ভিতর পশ্চিম বাংলা দখলে নিবে! কেউ চিকেন নেক বা সেভেন সিস্টার্স অস্হির করে দেবো”, এমন সব কথা ১৯৭২ থেকে ২০২৪ এর ৫ ই আগষ্টের আগে শুনি নাই!
মুজিব মোস্তাক জিয়া সাত্তার এরশাদ খালেদা হাসিনা আমলে কেউ বলেন নাই! আমরা কি সমরাস্ত্রে এমন শক্তিশালী যে বিশ্বের ৬ ষ্ঠ শক্তিধর দেশ ভারতের সাথে যুদ্ধ করতে পারি? তুরস্ক ইরান পাকিস্তান উজবেকিস্তান ভিয়েতনাম কারো সাথে যুদ্ধ করার মত শক্তি রাখি?

একজন ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার জজ প্রফেসর এসি ডিসি ডিএস মেজর কর্নেল ব্রিগেডিয়ার সবাই শিক্ষিত ব্যক্তি! তাদের চাকুরী ক্ষেত্র এমন যে মাচ কমুনিগেশন, উচ্চ মিটিং সিটিং তাদের জ্ঞান উচ্চ পর্যায়ে নিয়ে যায়, বেড়ে যায় আই-কিউ!
আমাদের দেশে একজন হাফেজ, কারী, মৌলভী, মাওলানা, মুফতি মিলে সবাই গড়ে শিক্ষিত আমরা! কেউ জীবন কাটালেন প্রাইমারি স্কুলে শিক্ষকতা করে তো কেউ সারাজীবন মসজিদে নামাজ পড়ায়ে, দেশবিদেশ ঘোরা কেন অধিকাংশ লোক নিজ দেশের অন্য জেলার অবস্হাও জানেন না! এমনি লোক গুলো যখন গ্লোবাল পলিটিক্স নিয়ে কথা বলেন তারা লেটেস্ট সমরাস্ত্র তৈরি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্হায় কোন দেশ কতটা এগিয়ে, কোন দেশের সামরিক অবস্হান কি, ইতিহাস ভুগোল দর্শন বিজ্ঞান প্রযুক্তি না জেনে সীমান্ত পরিস্থিতি না বুঝে যখন বাগাড়ম্বর করেন তখন মনে হয়
সেই দার্শনিক গোখলে বেঁচে থাকলে বর্তমান বাঙালির দূরদর্শিতা দেখলে কেঁদে ফেলতেন!

পাকিস্তান ১৯৪৭, ১৯৬৫, ১৯৭১ সালে ৩/৪ বার ভারতের সাথে যুদ্ধ করেছে! এসব লোক সে ইতিহাস মোটেই জানেন না, জানেন না আমরা মিয়ানমারের ইতরামো কতবছর সহ্য করে যাচ্ছি, বিশ্বের সব সেরা আকাশ প্রতিরক্ষা অস্ত্র S 400 কার কার কাছে আছে?
জানেনা, জানেনা ভারত আমেরিকার নিষেধ না শুনে
S — 400 কিনে ফেললো! মার্কিন শক্ত নিষেধাজ্ঞা না শুনে ইউক্রেন সফরে গেলো, জানেনা তারা আজকাল ভারতের সাথে যুদ্ধ করলে কোন দেশ আমাদের পিছে এসে দাড়াবে না, চীন আমেরিকা ১৯৭১ ই ভারতের বিপক্ষে যায় নাই! তারা জানে না মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্ত অরক্ষিত, ভারতের সাথে ৪১০০ কিলোমিটার সীমান্ত রক্ষা করার পরিমান ট্যাংক বাংলাদেশের নাই! যুদ্ধ বিমান বাংলাদেশের আছে ২১২ টা সেখানে ভারতের ইউভিএস সহ মোট যুদ্ধ বিমান ১৯১৫ টা। ভারতের পরমাণু সাবমেরিন সহ ১৫ টা সাবমেরিন আছে, বাংলাদেশের কয়দিন আগে শেখ হাসিনা ২ টা চায়না সাবমেরিন নিলেন তার যোগ্যতা জানা নেই আমার। উল্লেখ্য বিশ্বে ৬ টা দেশের পারমাণবিক সাবমেরিন আছে, তার মধ্যে ভারত একটা দেশ! ভারত গম চাল বিদেশে রপ্তানি করে। এমন কি মশলা রপ্তানি তে ভারত প্রথম স্হানে যার মশলায় রপ্তানি তে বছরে আসে ৩২/৩৩ হাজার কোটি রুপি!

ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।
যারা ইউটিউব দেখা পার্টি পড়াশোনা পছন্দ না, তারা এমন সব আজগুবি ইউটিউব দেখে আঙুল কে কলাগাছ ভাববেন না!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102