কলমেঃ সাহেলা সার্মিন
“””””””””””””””””””””””””””””””””///////////////
পৃথিবীতে সবচেয়ে কঠিন মন
আবার নরম ও তো সে,
আরাম আয়েশে ধুমধাম করে চলে
আবার কখনো হয় পানসে।
ভালোবাসায় মধুময় অনুক্ষণ
ঘৃণায় কাতর হয় আবার,
সম্মানে মাথা নোয়ায় কারো প্রতি
কখনো গোষ্ঠী করে উদ্ধার।
বিপদে হতবিহ্বল ভেঙে হয় চুরমার
কখনো কখনো সাপোর্ট না পেলে সে
বাজে জীবিতের সাইরেন
চৌহদ্দির গলিত বাতাসে।
মনোলোভা মন নদীর মতন
চলমান যেনো দ্রুতযান,
ক্ষণে ক্ষণে পাল্টায় গতি
কখনো বহে ভারি অভিমান!
শৃঙ্খল ছিড়ে স্বমহিমায় চলে গৌরবে
নিন্দুকেরে ঝাটা মেরে মুখে,
মানবতায় হলে উজ্জীবিত মন
নিন্দ্রা যায় মহাসুখে।
কাছের মানুষ রুগ্ন হলে
রক্তে ভীতি আসে ত্রাসে,
যতো লোমকূপ অনু-পরমানু
অশ্রু ঝরে বাতাসে।
কতো প্রাপ্য হলো ধুলিষ্যাৎ
ধোঁয়াশার ফল্গুধারায়,
কতো আশা নিরাশায় হলো পিষ্ট
মেনে নিতে হয় ভাবধারায়।
একসময় বুঝে যায় মন
মানিয়ে নেয়াই ভালো,
এতোকাল যে প্রভাবে ক্ষতবিক্ষত
এবার দেখা যায় ক্ষীণ আলো।