লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম।
সেন্ট মার্টিন এর তিনটা রিসোর্ট আগুনে পুড়ে ভস্মীভূত!
(তথ্য সময় টিভি)। কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের
৫ ম বৃহৎ সৈকত যার দৈর্ঘ্য ১২৫ কিলোমিটার। বিশ্বের একমাত্র বিচ যেখানে শুকনো বালু ছাড়া কাঁদা নেই! ব্রাজিলের পরেই সৌন্দর্যে ভরা ন্যাচারাল সমুদ্র সৈকত যেখানে লাল কাকড়া, শামুক, ঝিনুক চলতে দেখা যায় এবং নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ!
এই সমুদ্র সৈকতে টুরিস্টের বড় আকর্ষণ ৮ কিলোমিটার আয়তনের “সেন্ট মার্টিন প্রবালদ্বীপ!” হতভাগা সেন্ট মার্টিন দ্বীপের উপর শকুনির দৃষ্টি সেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে! অনেক টা গরীবের ‘সুন্দরী বউয়ের’ উপর গ্রাম মোড়ালের দৃষ্টি পড়ার মত!
১৯৭২ সালের প্রস্তাব প্রত্যাখাত হয়েছিলো চপেটাঘাতের সম!
প্রিয় পাঠক, যেদেশের ঐতিহাসিক যাদু ঘরে আগুন ধরে, সচিবালয়ে আগুন ধরে, টুরিস্ট আকর্ষণীয় স্হানে আগুন ধরে, দ্রব্য মূল্যে আগুন ধরে, শিল্প কলকারখানা বাড়ে না বন্ধ হয়, যে দেশের সীমান্তে অন্য দেশের সেনারা পাহারা দেয়, কে দেশ চালায় বোঝা দায় , যে দেশে মিথ্যা বাদীর চাষ হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ভিডিও ছয়লাব, সে-সব দেখে বগল বাজায় কিছু ‘শিক্ষিত অশিক্ষিতরা’, সেদেশের ভবিষ্যৎ অনুমেয়!
আমরা যা জানি যা শিখি সে সব কোন লেখক কবি সাহিত্যিক ইতিহাসবিদের লেখা পড়ে! প্রায় ৩ হাজার বছর আগে “কবি হোমার’ মহাকাব্য, ‘ইলিয়ড ওডিসি’ লিখেছিলেন, যা হেলেন অফ ট্রয় বলে অনেকে জানে। সাহিত্যের এক বৃহৎ অংশ জুড়ে ইলিয়ট সমৃদ্ধ করেছে যেমন, সাহিত্য সমৃদ্ধ মহাকাব্য ফেরদৌসীর ” শাহনামা’!
একটা মেয়ে “হেলেন ” কে নিয়ে ট্রয় নগরী ধ্বংস হয়ে ছিলো! যুদ্ধে গ্রীস জিতেছিলো কিন্তু সেই আমলের স্মার্ট ট্রয় নগরটিতে কেন আগুনে জ্বালিয়ে দিলো তা এই মহাকাব্যে কবি ‘হোমারের’ কাছে আমার জানার পিপাসা আজ ও রয়ে গেছে!
এখন কিছু শান্তনা পাই, প্রায় সোয়া ২ কোটি কিলোমিটার সোভিয়েত ইউনিয়নের ১১ টা জোনের সোনার স্টেট ছিলো ইউক্রেন, তার এমন পরিনতির জন্য কে দায়ী, বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যতের জন্য কে দায়ী — কেন এত ক্ষুদ্র দেশ টার এই পরিনতি যার প্রতি হিংসা পরায়ন বিশ্বের বিভিন্ন বৃহৎ শক্তিশালী দেশ!
আমরা কেউ “পশ্চিম বাংলা” দখল করছি তো, কেউ ত্রিপুরা, ‘কেউ চিকেন নেক’ তো কেউ ‘সেভেন সিস্টার্স !’
ভারত ৫০ হাজার সেনা সীমান্ত বসায় রেখেছে, মিয়ানমারের আরকান রাজ্যের ম্যাপে ‘রাঙামাটি বান্দরবন ও পারবর্ত্য চট্টগ্রাম ” নিয়ে কল্পনায় আছে, যেখানে চীনের স্বার্থ জড়িত! আমরা তা ফিরে তাকাচ্ছি না! আমরা আমাদের শক্তিই জানি না, কাকে ঠেকাবো, কাকে দখল করবো, ভৌতিক আগুন লেগে ছারখার হচ্ছে ট্রয় নগরী!
আমরা আমাদের সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকতে পারবো তো?