গত (৮ জানুয়ারি ২০২৫ইং) বুধবার একুশে টিভি ডট কম অনলাইনে ‘নওগাঁয় ভুয়া সাংবাদিকের চাঁদাবাজির দৌরাত্ম্য’ শীর্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যা আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে বিভিন্ন ভুল তথ্য উপস্থাপন করে আমার বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অপকর্মের কল্পকাহিনী তুলে ধরা হয়েছে। যাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আমি যে চাঁদাবাজির সাথে জড়িত নই যার প্রমাণ ঐ ভুয়া প্রতিবেদক নিজেই উল্লেখিত শিরোনামের সংবাদের মধ্যেই উল্লেখ করেছেন। আমার ব্যাপারে ঐ ভুয়া প্রতিবেদকই নওগাঁ সদর থানার এসআই মনির হোসেনকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘কাজী নূরনবী’র সম্প্রতি চাঁদাবাজির বিষয়ে তিনি অবগত নন।’
উক্ত প্রতিবেদনে আরো বলা হয়েছে, আমি নাকি বিগত সময়ে আওয়ামীলীগ নেতাদের অপকর্ম ও দুর্নীতির দোসর ছিলাম যা অত্যান্ত আপত্তিকর মন্তব্য। যা সাংবাদিক সমাজের জন্যে দুঃখজনক। আমি কোন আওয়ামীলীগ নেতাদের সখ্যতা বা তাদের কোন অপকর্মের সাথে জড়িত নই বা তার কোন প্রমান নেই। এ রকম কোনো তথ্য প্রমান কেউ দিতেও পারবে না। তবে অজ্ঞাত কারণে আমার বিরুদ্ধে একটি বিস্ফোরক মামলায় ভুলবশত নাম নথিভুক্ত হয়েছে। আমার বিরুদ্ধে যে বিস্ফোরক মামলায় ভুলক্রমে নাম এসেছে তা মিথ্যা ও বানোয়াট। এ বিষয়ে নওগাঁ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সহ পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে এবং মামলা থেকে নাম প্রত্যাহারের বিষয়ে আলোচনা হয়েছে। প্রশাসন থেকে আমাকে বলা হয়েছে ভুলক্রমে উক্ত মামলা থেকে আমার নাম প্রত্যাহার করে নেওয়া হবে। কিন্তু আমাকে হেনস্তা করতে ও সুনাম নষ্ট করতে আগে থেকেই একটি মহল আমার বিরুদ্ধে অপ্রচার চালিয়ে আসছে। আমি আওয়ামী লীগ সরকারের আমলে কোনো পদ-পদবীর দায়িত্বে কখোই ছিলাম না। এরকম কোনো তথ্য কেউ প্রমানসহ দিতে পারবে না। আমাকে হেও করার উদ্দেশ্য এসব মিথ্যা বিভ্রান্তিমূলক বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে। তাই আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। আমি ঐ প্রতিবেদকের নিকট সত্য ঘটনা তুলে ধরার জন্যে অনুরোধ করছি। এরকম বানোয়াট সংবাদ আবারো কেউ প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এখানে উল্লেখ্য যে, আমি ‘বাংলাদেশ প্রেসক্লাব’ (রেজি: নং-৯৮৭৩৬/১২)-এর নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও জাতীয় ‘দৈনিক প্রথম কথা’ ‘দৈনিক জয়সাগর’ ও ঢাকা ক্রাইম বিডিতে জেলা প্রতিনিধি হিসাবে নিষ্ঠার সাথে দয়িত্ব পালন করছি। আর ‘বাংলাদেশ প্রেসক্লাব’, ‘দৈনিক প্রথম কথা’, ‘দৈনিক জয়সাগর’, ‘ঢাকা ক্রাইম বিডি’, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক রেজিষ্টারভুক্ত। এখানে ভুয়া সাংবাদিকতার কিছু নেই। এছাড়া ব্যাপক জনপ্রিয় ‘ফোনে ফোনে রক্তদান’ মানবিক কর্মসূচির দায়িত্ব পালন করছি। যা দেশজুড়ে ব্যাপক পরিচিত এবং প্রতিনিয়ত মানুষের কল্যাণে আমি নিয়োজিত রয়েছি।
নিবেদক-
সাংবাদিক কাজী নূরনবী নাইস
জেলা প্রতিনিধি:
দৈনিক প্রথম কথা ও দৈনিক জয়সাগর।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বাংলাদেশ প্রেসক্লাব, নওগাঁ জেলা শাখা।