এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি
বাংলাদেশের উত্তর পশ্চিম জেলা নওগাঁর নিয়ামতপুরে ঝেঁকে বসেছে শীত। মাঘ মাসের শুরুতেই কনকনে এই শীতেই সমস্যায় পড়েছেন খেটে খাওয়া নিন্ম আয়ের সাধারণ মানুষ। এই শীতে ছোট শিশুদের নিয়ে চিন্তায় রয়েছে অভিভাবকরা।
সরজমিনে গিয়ে দেখা গেল উপজেলার রসুলপুর ইউনিয়নের দামপুরা আদিবাসী পাড়া ছোট লপুকুরিয়াতে শীতের তীব্রতা থেকো বাঁচার জন্য বৃদ্ধ থেকে শিশু উষ্ণতার জন্য খড়ে আগুন লাগিয়ে শীত মেটানোর চেষ্টা করছেন।
আশি উর্ধ বয়সী বৃদ্ধা ফুলমনির সাথে কথা বললে তিনি বলেন, আমার স্বামী নেই, ঘর বাড়ি মেরামত করতেও পারিনা কয়দিন আগেও শীত অতটা বুঝতে পারিনি কিন্তু মাঘ মাস পড়তেই যেন আর সইতে পারছিনা। শীতের তীব্রতা তাই সকাল সকাল আগুন জ্বালিয়ে শরীরটা গরম করার চেষ্টা করছি। তিনি আরো বলেন স্থানীয় জনপ্রতিনিধি বা কোন বিত্তবান লোকও এগিয়ে আসেনি আমাদের খোঁজ খবর নেওয়ার জন্যে। গরম কাপড়ের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন।
চতুর্থ শ্রেণীতে পড়ুয়া কিশোরী উর্মিলা বলেন, বাবা দিনমজুরের কাজ করেন শীতের ভালো কোন পোশাক নেই তার গায়ে। তাই সকালে পড়তে না বসে খড়ে আগুন জ্বালিয়ে পোয়াচ্ছেন তাপ।
এদিকে রসুলপুর ইউনিয়ন কৃষি ব্লক সুপারভাইজার সোহেল রানার সাথে কথা বলে জানা গেছে, এই শীত আরও কয়েকদিন থাকবে, তাপমাত্রাও কমতে পারে।