মিজানুর রহমান, বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় লিড সংস্থা পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সার্বিক সহযোগিতায় এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্পের আয়োজনে এ নাটকটি মঞ্চায়িত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬) জানুয়ারি সকালে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের ভাদেরটেক গ্রামে গণনাটক অনুষ্ঠিত হয়।
উক্ত প্রকল্পের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে বক্তব্য রাখেন ইউনিয়ন মোবিলাইজার নাজমা বেগম।
ইউনিয়ন মোবিলাইজার সাদিকুর রহমানের সঞ্চালনায় গণনাটকে উদ্বোধনী বক্তব্য রাখেন সলুকাবাদ ইউপি সদস্য মোঃ জজ মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, প্রকল্পের প্রোগ্রাম মনিটরিং এন্ড ইভালোয়েশন অফিসার মোঃ ইয়াকুব হোসেন,ইউপি সদস্য রুকশানা আক্তার।
নাটকটি উপভোগ করেন ভাদেরটেক গ্রামে নারী,পুরুষ ও শিশুসহ প্রায় চার শতাধিক লোক।
উল্লেখ্য এফআইভিডিবি উইমেন লেড ক্লাইমেট রেজিলিয়েন্স প্রকল্প- উন্নত স্বাস্থ্য এবং জলবায়ু পরিবর্তন স্থিতিস্হাপকতায় নারী ও কিশোরদের নেতৃত্বের অগ্রগতি র জন্য জনসচেতনতা মূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ গণনাটক প্রদর্শনী।