সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩০০(তিনশত) গ্রাম গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সজিব রহমানের নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ ইউছুব আলী এএসআই(নিঃ)/মো: মহিনুর, এএসআই(নিঃ)/মোঃ আব্দুর রউফ সঙ্গীয় ফোর্স কং/৫৮৮ মো: তাওহীদুল ইসলাম কে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ই জানুয়ারি বুধবার রাত ১১.১৫ ঘটিকার সময় বিশেষ অভিযান চালিয়ে ৩০০শ গ্ৰাম গাঁজাসহ ০১মাদক ব্যবসায়ী কে আটক করে।
গ্ৰেফতারকৃত মাদক ব্যবসায়ী মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্ৰামের কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লাল মিয়ার ছেলে মোঃ জুয়েল মিয়া (৩৫)।
উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজার মূল্য
৬০০০টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সজীব রহমান বলেন উক্ত বিষয়ে এসআই(নি:)/মোঃ ইউছুব আলী বাদী হইয়া ধৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে এজাহার দায়ের করেন ।মধ্যনগর থানার মামলা নং-০৮, তারিখ-১৬/০১/২০২৫খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক)/৪১ রুজু করা হয়।আসামী কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। মামলাটির তদন্তভার এসআই/মো: আলমগীর হোসেন এর নিকট প্রদান করা হয়েছে।