কলমে ~ গোলাম সরোয়ার খান
আমার আমিকে খুঁজতে গিয়ে
ঘুরেছি কত পথ হেটে,
পাহাড় চূড়া হয়ে বন জংগলে
জীবন সাগরের আপন ঘাটে।
আমার আমিত্বে দাসত্ব করিয়া
উজার করেছি প্রাণ,
আবেগের বারি বর্ষণ করিয়া
পাইব কি তার ঘ্রাণ !!
আমি এক ক্লান্ত পথিক,
জীবনের শেষ প্রান্তে লম্বা জীবন পথে
কতকিছু দেখেছি অজান্তে,
কত অভিজ্ঞতা ঝুলিতে ভরেছি পথ চলতে,
সব কিছু সব অভিজ্ঞতা মন চায় না বলতে।
কত অসহায়ের আঁখিতে দেখেছি অশ্রু বৃষ্টি
কত বৈচিত্র্য দেখেছি আল্লাহর মহা সৃষ্টি,
কত ক্লান্তি কষ্ট দুঃখের বন্যা মানব মনে।
কত বেদনা বহন কারীর চলেছি সনে,
সুখের সাগরে কতো ভেসেছি,
তবুও কি পেয়েছি,
অতৃপ্ত আত্মার সীমাহীন চাহিদার
পূর্ণতা এই মনে!
আজ আমি আছি জীবনের শেষ সীমানায় দাঁড়িয়ে,
গাছপালা পাহাড় পর্বত সবকিছু ছাড়িয়ে তালগাছের মত একপায়ে দাঁড়িয়ে
আশা ভরসা বিত্ত বৈভব সবকিছু মাড়িয়ে !
জীবনে কতজন হাসে কতজন কাঁদে
শেষ সময় সব একাকার,
কেউ নয় রাজা কেউ নয় প্রজা
কেউ নয় বেকার।
গা গ্রাম থেকে এসে ইট-পাথরের যান্ত্রিক
জীবন নিলাম বেছে,
পেটের দায়ে সংসার চালাতে এ জীবন
নিতে হয়েছে যেচে !
সেই আমি নিজেকে পেয়েছি কি খুঁজে!
আপন স্বত্বায়, মানুষের মনে ?
এখন আছি সেই ক্ষণের অপেক্ষায়
তারি আশায়,
কখন ওপারে আমায় নিয়ে মাঝি
তার তরী ভাসায়!!