পেটের ক্ষুধা নিবারণের জন্য আমরা ভাত-তরকারি খাই।
মনের ক্ষুধা নিবারণে বিনোদন।
এরই মাঝে শিক্ষানীয় আমরা দেশের জন্য কী করতে পেলাম, খেলাম আর টয়লেটে গেলাম শুধু এটাই মানুষের বৈশিষ্ট্য নয়।
আমি রহমত আলীকে সূর্য কবি নামে আখ্যায়িত করি,
কেননা তিনি ছন্দের মাধ্যমে আলোকিত করে ভুবনকে।
মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
মায়ের চোখের জল মুছতে তাঁর কলম তোয়ালের মত।
উসুম দেওয়া কাঁথা শুকাতে ও
একজন মানুষকে জাগ্রত করতে এই কলম ✒।
সূর্যের তাপের ন্যায় পুড়ে ছাই করে স্বৈরাচারকে।
কলম হচ্ছে ফুল আর কলাম হচ্ছে সুভাষ,
তিনি সেই গাছকে ভালবেসে যত্ন করে।
তাঁর কলম থেকে আমরা শিশির পাই,
যা একত্র করলে এক বিশাল সাগর হবে
তাতে সবাই পিপাসা মিটাবে আর অসৎ মানুষ ডুবে মরবে। দূর্নীতির আধাঁর কাটাতে তাঁর কবিতা যেন মশাল।
গোসলে সাবান ব্যবরূত গায়ের ময়লা সারাতে,
বিশ্বকোষ হচ্ছে মনের ময়লা সারানোর পদ্ধতি।
আপনার লাঙল না থাকলে
আপনি মাটি চাষ করতে পারবেন না
আর কলম ✑ না থাকলে ব্রেইন চাষ হবেনা
ফলে কেউ কারো জন্য ভাবত না,
ভাবত না ভবিষ্যতে কী হবে।
হামেশায় যেন পড়ে থাকত জঙ্গল।
মোঃ আহ্সান কবির রিজওয়ান
দশম (বিজ্ঞান) শ্রেণির ছাত্র
শালমারা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়, মিঠাপুকুর, রংপুর।