কলমেঃ মোহাম্মদ ছামিউল
আমি আগুন, আমি ঝড়,
আমি মৃত্যুকে করবো পর।
শাসকের জাল, ভাঙবো আমি,
সত্য আমার, শপথ নামি।
আমি রক্তের জ্বলন্ত ধারা,
অন্যায় দেখলে মাথা নত করা?
না, সে জীবন আমার নয়,
আমি বিদ্রোহ, আমি জয়!
তলোয়ার নয়, কলম চাই,
অন্যায়ের মুখোশ খুলে যাই।
সত্যের জন্য দাঁড়াবো পথে,
সিংহাসন ভেঙে দেবে রথে!
ভয়ের শিকল ভাঙবো হাতে,
হাসবে সূর্য রক্ত প্রভাতে।
বুকের মাঝে আগুন জ্বলে,
শোষণের রাত আজই ঢলে!
তুমি কি চুপ? ভয় কি তোমার?
অন্যায়ের সাথে বন্ধন ঝরাও!
আলো আনবো, গর্জন করো,
বিপ্লব হবে, যুদ্ধ গড়ো!