আয় মুসলিম ছেলে-মেয়েরা
মক্তবেতে যাই।
সূর্য ওঠার পরে মোদের
ঘুমিয়ে থাকতে নাই।
কোর’আন-হাদিস পড়বো মোরা
মক্তবেতে গিয়ে।
আরো পড়বো দোয়া-কালাম
মাথায় টুপি দিয়ে।
যত-টুকু শেখা ফরজ
শিখতে মোদের হবে,
এখন যদি ঘুমিয়ে থাকি
শিখবো মোরা কবে?
মুসলিম হয়ে যদি মোরা
না শিখি কুর’আন
রোজ হাশরে আল্লাহ মোদের
করবে না মেহেরবান।