মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:৫২ অপরাহ্ন

কবিতাঃ কেন চলে গেলে?

Coder Boss
  • Update Time : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭ Time View

কলমেঃ মহসিন আলম মুহিন

কেন চলে গেলে এতো সকালে-
বড় মাওলানা হবে, হাফেজ হবে, কত আশা পরিবারে,
হিফয হয়নি শেষ, চলে গেলে অকালে-(ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন),
কে বা কারা বের করে নিলো প্রাণ তোমার কচি দেহ হতে-
কি দিয়ে, কেমন আঘাত করে পাঠালো তোমায় মৃত্যুর কোলে।।

মা বাবার কোল খালি, খালি বাড়ির উঠোন,
স্মৃতিরা ঘোরাঘুরি করে তুমি বিহনে-অশ্রুভরা নয়ন।।

তোমার খেলার সাথীরা তোমায় হারিয়ে কাঁদে, ভয়ে কাঁপে থরথর-
এ কেমন পৃথিবী, আমাদের কি হবে আগামীতে আশঙ্কায় সবে জড়সড়।।

আইন শৃঙ্খলা বাহিনীর হাতে যেন উঠে আসে এই করুণ শোকের ইতিহাস-
অপরাধী যেন পার পায় না কভু-যাদের হাতে হয়েছে এতো বড় সর্বনাশ।।

তুমি স্বপ্ন যোগে এসে বলে যাও-কে বা কারা কচি প্রাণ হরণকারী,
মাদ্রাসার ব্লাকবোর্ডে লিখে দিয়ে যাও-সাজা পাক সে সকল অত্যাচারী।।

ভাষাহীন! আসে না লেখনী কলমে! ভিঁজে যায় খাতা- পাতা,
অন্তর কেঁদে মরে, যায় না ভুলে থাকা-এমন দুঃখ ব্যথা।।

“আবির”-তুমি ভালো থেকো ওপারে মহান প্রভুর কাছে প্রার্থনা-
শেষে, শোক সহ্য করার শক্তি দান করুন তোমার মাতা-পিতা-স্বজনদেরকে থাকলো এই কামনা।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102