পঁচিশ তুমি
========
পঁচিশ তুমি এসো অনেক খুশি নিয়ে,
বুকের ভেতর জড়িয়ে নেবো চব্বিশ বিদায় দিয়ে।
তুমি এসো সবার মনের স্বপ্ন পূরণ করতে,
আছে যতো দুঃখের স্মৃতি সবই মুছিতে।
পঁচিশ তুমি সুখের প্রদীপ হয়ে ওঠো জ্বলে,
সবাই যেনো খুব খুশি হয় তোমার ছোঁয়া বলে।
তোমায় পেয়ে ধনী গরিব হাসুক প্রাণ খুলে।
ঈর্ষা বিদ্বেষ ভুলে সবাই থাকুক একই দলে।
পঁচিশ তুমি অনাহারীদের দিও সুখের দেখা।
তাদের তরে হেসো খেলো দিও না হতে একা।
পঁচিশ তুমি আগে পিছে থেকো সত্যের সাথে।
হউক না সেটা দিনে কিবা হউক না আঁধার রাতে।
পঁচিশ তুমি হয়ে ওঠো জলন্ত এক শিখা।
তোমায় দেখে শয়তানেরা ছুটে চলুক দিক বেদিকা।
পঁচিশ তোমায় জানাই আমি অনেক ভালোবাসা।
তুমি যেনো মিটিয়ে দাও সবার মনের আশা।
পঁচিশ তুমি বন্ধু হয়ে সবার সাথে থেকো।
আরো তুমি ভালোবেসে বুকে আগলে রেখো।
======
স্বাধীনতা
======
স্বাধীনতা স্বাধীনতা
তুমি বাংলার মান,
দেশ বাঁচাতে বারে বারে
দিতে পারি জান।
স্বাধীনতা তুমি শুধু
সবুজ বুকে লাল,
তুমি থাকবে তো বাঙালির
মাঝ অনন্ত কাল।
স্বাধীনতা তুমি অমর
সবুজ শ্যামল ঘাস,
স্বাধীনতা তোমার বুকে
ফেলি মোরা শ্বাস।
তোমার ছোঁয়ায় খাঁটি বাংলা
সোনা ফলন মাঠ,
স্বাধীনতা এসেছো তাই
জমে খুশির হাট।
স্বাধীনতা তুমি আমার
গর্বে ভরা দেশ,
জন্ম নিলাম তোমার পরে
তোমায় আছি বেশ।
===========
কমছে দয়া মায়া
===========
যুগের সঙ্গে যুগ যুগান্তর
চলতে শিখে মানুষ,
লোভের নেশায় হাজারো ভুল
মানুষ থেকে ফানুস।
মুখোশ ছাড়া মানুষ এখন
খুঁজে পাওয়া অভাব,
স্বার্থ ছাড়া চলার দেখছি
অধিক লোকের স্বভাব।
কেউ ভাবে না কারো কথা
চাই যে নিজের ভালো,
শুধুই ভাবছে হয়ে যাক না
অন্যের জীবন কালো।
নিজে ভালো তো বাপ ভালো
আমি তো বেশ আছি,
ভাসুক সবাই দুখ সাগরে
নিজে সুখে বাঁচি।
বদলে গেছে সবই এখন
স্নেহ মায়া দয়া,
নিয়ম নীতি যতো কিছু
সবই তো ভাই নয়া।