এমন একটা ঝিল্লিমুখর সন্ধ্যা আমায় দেখা,
যাতে লাগে নি তোর আমার
ঠোঁটের আলতো করে ছোয়া।
এমন একটা পাপড়ি তুই খুঁজে দিয়ে দেখা,
যে পাপড়িতে লেখা আছে শুধু আমার কায়া।
এমন একটা বসন্ত পারবি কি তুই দেখাতে?
যাতে আমি ঘুরেছি একলা একলা।
এমন একটা পঞ্জিকা পারবি কি তুই বের করতে?
যাতে আঁকি নি আমি তোর আমার বেলা।
এমন একটা বিকেল কি পড়ে তোর মনে?
যে বিকেলে তুই আর আমি হাঁটি নি একসাথে।
তবে কেন মরলি তুই রেখে আমায় বনে?
বাঘ-সিংহেরও হিংসে হয় তোর সে শপথে।