সুখ আসবে
—————–
আধার পেরিয়ে আলো আসে,
কখনো থামে না।
দুঃখ পেরিয়ে সুখও আসবে,
এটাই নিয়তির তাড়না।
সময় কখনো থেমে থাকে না,
চলে নিজের মতো।
দুঃখের সময়টা দীর্ঘ হলেও,
সুখের সময়টা অনন্ত।
কষ্ট আসুক যতই না বারবার,
দৈর্য রাখলে মনে।
সুখ আসবে ঠিকই একদিন,
তখন তুমি হাসবে।
কষ্টের সময় মনে করে,
আঘাত পেয় না কভু।
দৈর্য নিয়ে বাঁচতে পথ হারাবে না কভু।
————-
পরিবর্তন
————-
ফুলের মতো জীবনটা আজ,
হয়ে গেলো পচা।
জীবন যুদ্ধে নেয়ে আসলো,
এ কেমন মরন দসা।
হঠাৎ করে জীবটা আজ,
কেন হল এমন।
নিজেকে নিজে প্রশ্ন করি,
কেন হল জীবনের গতি এমন।
মিলেনি কভু উওর আজ,
জীবনে একবার।
কি দোষেতে হইলাম দোষী,
নিজেও জানি না আজ।
ভালোবাসা নামক কালো অধ্যায়,
করেছে আমায় শেষ।
কলিজার ভিতর আঘাতটা আজ,
লেগেছে দারুণ বেশ।
করবো আবার নিজেকে আমি,
দারুণ পরিবর্তন।
দেখবে চেয়ে সবাই আবার,
কেমন এই পরিবর্তন।