সাইফ উল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নে অটোরিকসা দুর্ঘনায় নিহত ১ আহত ৭ জন। বুধবার ২২ জানুয়ারী সকাল ৮টায় চানবাড়ী গ্রামের আতাউর রহমানের ছেলে শাহীনূর রহমান দিন মজুরী কাজে অটোরিকসায় যাওয়ার রাস্তায় জাল্লাবাজ গ্রামের পশ্চিমে পাশামিয়ার বাড়ী সংলগ্ন রাস্তা ভাঙ্গারগর্তে পড়ে গাড়ীর ঝাকুনি খেয়ে উল্টিয়ে নিচে পড়ে শাহীনূরের মূত্যু হয়। গাড়ী থাকা সুজাত পুর গ্রামের শ্রমিক জাহাঙ্গীর আলম বলেন আমি শাহীনূর রহমান এক সাথে বসাছিলাম হঠাৎ গাড়ী ঝাকুনি খেয়ে উল্টিয়ে রাস্তা নিচে পড়ে যায় আমরা সাতজন শ্রমিম কাজে যাইতে গাড়ীতে ছিলাম শাহীনূরের অবস্থা খারাপ হওয়ায় হাসপাতাল নিয়ে আসলাম। ডাক্তার তাকে মৃত বলেন ঘোষণা করেন। এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইন্চার্জের দায়িত্বে থাকা এস আই পংকজ বলেন গাড়ীতে আটজন ছিল গাড়ী খাদে পড়ে একজন নিহত হয়। বাকী সাতজন আহত হয়। জামালগঞ্জ হাসপাতালের জরুরীবিভাগে কর্মরত ডাঃ আলমগীর বলেন হাসপাতালে থাকে মৃতই আনা হয়, সম্ভবত আসার সময় রাস্তায়ই মারা গেছে।