কলমেঃ মোঃ মিলন হক
এখনো দিব্যি আছি!
তোমার অবহেলা কারণে,এখনো দিব্যি আছি।
তোমার শূণ্যতা ইটের ভাটার মতো পোড়ায়,
তবু ও এখনো দিব্যি আছি।
মন থেকে মরে গিয়েও, এখনো দিব্যি আছি।
নক্ষত্রের মতো তোমার অভাবে ঝড়ে পড়ি নি,
এখনো দিব্যি আছি।
ভালো থাকার অভিনয় মঞ্চে মঞ্চায়িত করার জন্য, এখনো দিব্যি আছি।
স্বার্থের দুনিয়ায় বার বার তোমাকে মনে পড়ে, তবুও এখনো দিব্যি আছি।
স্রোতের জোয়ারে গা ভাসিয়ে তোমাকে ছাড়াই, এখনো দিব্যি আছি।