মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
কলা চাষ করে নিজের ভাগ্য বদলাতে চান সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ৮ নং পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সাত্তার। এ উপজেলায় অনেক আগে থেকেই কলার আবাদ করে আসছেন কৃষকেরা। কিন্তু সরকারি ভাবে কোনো প্রণোদনা না পাওয়ার কারণে ইচ্ছে থাকা সত্বেও কলার আবাদ বাড়ানো সম্ভব হচ্ছে না। সরকারি প্রণোদনা পেলে আগামীতে কলার আবাদ বাড়ানো হবে বলে জানান, উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মতো বেশ কয়েকজন কলা চাষীরা। উপজেলার বর্মগাছা, চান্দাইকোনা, ধানঘরা, নিমগাছি, নলকা ও পাঙ্গাসী সহ বিভিন্ন ইউনিয়নে সাগর ও সবরি কলার আবাদ সবচাইতে বেশি করছেন কৃষকেরা। গতকাল উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের আব্দুস সাত্তারের সাথে কথা হলে তিনি বলেন, দীর্ঘ ৪/৫ বছর দরে কলার আবাদ করে আসছেন। কলার আবাদে খরচ কম হওয়ায় লাভ বেশি হয়। কিন্তু পুজির অভাবে কলার বাগান বেশি বড় করতে পারছেন না। কলার আবাদেই ভাগ্য বদলাতে চান তিনি। এদিকে সরকারি প্রণোদনা পেলে আগামীতে কলার বাগান আরোও বড় করতে চান উপজেলার গ্রামপাঙ্গাসী কারিগরপাড়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সাত্তার।