দুঃখ ভরা মন
——————-
কষ্টে ভরা জীবন আমার
দুঃখ ভরা মনে,
মনের সাথে যুদ্ধ করে
আছি সারাক্ষণে।
তারার সাথে থাকি আমি
চাঁদের পাশাপাশি,
আজও একা চলে আমি
দুঃখ পেলে ও হাসি।
ক্ষত লুকাই মনের ভিতর
কেউনা যেন দেখে,
দেখলে যদি দেই গো আবার
নুনের চিটা মেখে।
অজানা এক পথিক হয়ে
অচেনা ঘোরে কাটি,
গোসসা এলে মনের মাঝে
চেয়ে থাকি মাটি।
আমার আমি বুঝতে চেষ্টা
অশ্রু ভেজা আঁখি,
মনের সাথে যুদ্ধ করে
দিবসরাতি থাকি।
———————
মনচোরা প্রহরী
———————
তুমি আমার প্রেমের শহর
জোনাক জ্বলজ্বল তারা,
তুমি আমার অভিমানের মেঘ
শ্রাবনের বর্ষণ ধারা।
তুমি আমার স্মৃতিরপাতায়
খেরোখাতায় আঁকা,
তুমি আমার কেতরঙ্গী সই
ললাটে লেপটে থাকা।
তুমি আমার শিশির ভেজা
স্নিগ্ধ সকাল বেলা,
তুমি আমার পুষ্প কানন
ভেজা পুলক মালা।
তুমি আমার খরতাপ মরু
তৃষ্ণা মিঠা জল,
তুমি আমার খোঁপার গুঁজা
স্বর্গের পাওয়া ফল।
তুমি আমার হৃদয় তানপুরা,
সুরের গীত লহরী,
তুমি আমার বুকের পাঁজর
মনচোরা এক প্রহরী।
তুমি আমার স্বপ্নের দিনলিপি
উপন্যাসের পাতা,
তুমি আমার কাব্যের স্বর্গে
ছন্দ বর্ণে গাঁথা।