দিল্লি দালাল
——————
শুনো মহাজন ভাই,
যারা ভিনদেশিদের দালাল
তাদের বাংলাতে নেই ঠাঁই।
স্বাধীন দেশে মুক্ত প্রাণে,
সুর তুলিবো বিজয় গানে।
দেখব মোরা আজ আমাদের
কে ঠেকাতে চায়!
ভিনদেশিদের দালালেরা,
শুন করে তোরা কান খুলিয়া,
চলবে না তোর দাদাগিরি
স্বাধীন এ বাংলায়।
আমার রাষ্ট্র বাঁচাবো আমি,
বাংলা আমার মাতৃভূমি।
রুখবো আমি বৈরী বাহিনী,
জীবন যদিও যায়।
শুন রে তোরা মাথা মোটা,
এবার আমি দেখবো সেটা,
আমার রাষ্ট্র কোন বাহাদুর
দখল করতে চায়!
বাঁচাতে আমার স্বাধীন রাষ্ট্র,
বরণ করব ফাঁসির কাষ্ঠ।
তবুও আমার দেশের বুকে
দেবো না তাদের ঠাঁই।
বল স্বদেশী ভাই,
স্বাধীন দেশে দিল্লি দালাল
আর পাবে না ঠাঁই।
প্রয়োজন হলে আরো প্রাণ দেবো,
তবুও আমার দেশ বাঁচাবো।
রুখবো তাদের, যারা মোদের
রক্ত চুষে খায়।
জাগবো মোরা অস্ত্র হাতে,
করব লড়াই দিবস-রাতে।
ছাড় দেবো না ভিনদেশীদের
প্রতিজ্ঞা একটাই।
উঁচ্চস্বরে বলব কথা,
কাটব এবার তাদের মাথা,
যারা আমাদের স্বাধীনতা
শেষ করিতে চায়।
বল হে তরুণ ভাই,
দেশের তরে জীবন দিতেও
আমাদের ভয় নাই।
চলব মোরা বুক ফুলিয়ে,
দিল্লি দালাল যাক পালিয়ে।
বাংলায় তার স্থান হবে না
দিল্লিই তার ঠাঁই।
গোলাম নহে আজাদ আমি।
স্বাধীন আমার মাতৃভূমি।
লাল-সবুজের নিশান তলে
দারুন শান্তি পাই।
শুনে রাখো দিল্লি দালাল,
তোমরা হলে শকুন-শৃগাল।
তাই তোমাদের মানব দেশে
আর হবে না ঠাঁই!
—————-
বাবুই পাখি
—————-
তোমরা কি ভাই দেখছো কভু
বাবুই পাখির ঘর?
কতো ভালো বাসা বানায়
হরেক রকম খড়!
তারা কি ভাই তোমার মতো
পাঠশালাতে যায়?
তবুও তারা এমন বিদ্যা
কোথা থেকে পায়?
কে শেখালো উড়তে তাকে
করতে কলরব?
আর কেহ নয়, তিনি হলেন
আল্লাহ মহান রব!