রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদীতে “এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন ও ডেঙ্গু মোকাবেলায় প্রাতিষ্ঠানিক উদ্যোগের চেয়ে ব্যক্তিগত সচেতনাই অধিক গুরুত্বপূর্ণ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার ২২ শে জানুয়ারি বিকাল ২ ঘটিকায় কটিয়াদী উপজেলা প্রকৌশলীর কার্যালয় এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার( ভূমি) লাবনী আক্তার তারানার সভাপতিত্বে এ বিতর্ক প্রতিযোগিতায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী অন্তু পাল,উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম ভূঁইয়া, উপজেলা সমাজসেবা অফিস আবুল খায়ের, কটিয়াদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারুসিকো, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম মোড়ল প্রমুখ। বক্তারা বলেন তরুণদের সৃজনশীলতা ও নেতৃত্বে দেশের উন্নয়নের সমৃদ্ধি অর্জনে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আলোচনার শেষে বিতর্ক প্রতিযোগিতায় কটিয়াদী সরকারি কলেজ ও মহিলা কলেজের অংশগ্রহণের মধ্যে এ বিতর্ক প্রতিযোগিতায় কটিয়াদী সরকারি কলেজ বিজয়ী হয়।