নাছিম আহমেদ (ইকবাল) শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে চুরির মালামালসহ বশির নামে এক চোরকে আটক করেছে শিবপুর মডেল থানার পুলিশ। বিবরণে জানা যায় ৬ জানুয়ারী চৈতন্যা গ্রামের মোশারফ মনির টুটুল নামে এক ব্যবসায়ীর গোডাউনে বেভারিজ মালামাল চুরি হয়। ২১ জানুয়ারী গভীর রাতে চৈতন্যা বাসস্ট্যান্ডে চন্দন ঘোষের পোল্ট্রি ঔষধের দোকানে চুরি হয়। এরই সুত্র ধরে ২২ জানুয়ারী শিবপুর মডেল থানার এস আই মাসুদ গোপন সংবাদের ভিত্তিতে চৈতন্যা গ্রামের দানা মিয়ার ছেলে চোর বশিরকে আটক করে। এসময় চুরির বিষয়ে জিজ্ঞাসা করলে ৬ তারিখ চুরির বিষয়টি স্বীকার করে এবং মালামাল উদ্ধার হয়। এ বিষয়ে মোশাররফ মনির টুটুল বাদী হয়ে শিবপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নং-২১। তারিখ ২২/০১/২০২৫। ধারা ৪৬১/৩৮০ দাঃবিঃ।