কলমে: ফরিদ আহমদ ফরাজী
গল্প বলছি গল্পতো নয় হিম শিরশির গা
শীতসকালে ঝিকমিকানো শিশির ধোয়ায় পা।
শুকনো পাতার কণ্ঠে শোনা যায় না মর্মর সুর
হিম কুয়াসায় সূর্যের আলো কেড়ে নিলো দূর।
দোয়েল বাবু,সেকি! কাবু ভুঁইচাপাতার আড়
পায় না খুঁজে চক্ষু বুজে বিলাপ সঙ্গীটার।
শীতের বুড়ি স্বদেশ জুড়ি, করছে উপহাস
আসছে হেঁকে বসছে জেঁকে করছে সর্বনাশ।
শীতল ছড়া নয়কো কড়া ঠান্ডা ঠান্ডা ভাব
ঐ যে দেখো, কাঠবিড়ালি সাবাড় করছে ডাব।
কৃষক কাধে ধানের ভাড়া সূর্য নামার পাট
শীতের সন্ধে খোকা-খুকী খেলছে ভুলে পাঠ।
শীতের আছে কনকনে সুর শন শনে হিম বাও
পাতা ঝরা গাছ গাছালি ঠাঁয় দাঁড়িয়ে যাও
খালে বিলে পানির আকাল, নিয়ে গেলো শীত
শীতের রাতে অকাল বিষ্টি, হিতে বিপরীত।
শীতের রাতে অলক্ষুণে হুতোমপেঁচার ডাক
ক্ষণে ক্ষণে ভেসে আসে খেকশিয়ালের হাঁক।
নকশি কাঁথা গায় জড়িয়ে যেই না দেবো ঘুম
খোপের দরজা ভেঙে খাটাস মুরগি করলো গুম।