সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

জামায়াতের কর্মীরা সব চেয়ে বেশি জুলুমের স্বীকার হলেও পালায় নাই রায়গঞ্জে বিশাল সমাবেশে রফিকুল ইসলাম খান

Coder Boss
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৯ Time View

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় সব চেয়ে বেশি জুলুমের স্বীকার হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা কর্মীরা। তারপরও নেতাকর্মীরা পালায় নাই। কারণ জামায়াতের নেতারা কোন অন্যায় ও চাঁদাবাজি করেনাই। দখলবাজী করে নাই। আওয়ামী লীগের নেতা কর্মীরা নিরহ নিরপরাধ মানুষদেরকে অন্যায় ভাবে হত্যা করেছে। গুমসহ অন্যায়ভাবে জেল দিয়েছে। তাই তারা সকল ক্ষমতা রেখে পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আপামর জনগণের দাবি গণহত্যাসহ সকল অন্যায় ও অনিয়মের বিচার করতে হবে। দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মানুষ সৎ-যোগ্য ও দক্ষ নেতৃত্বের অপেক্ষায় আছে। শনিবার (২৫ জানুয়ারি ২০২৫) বিকেল ৩ টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছী ডিগ্রি কলেজ মাঠে রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গা থানা জামায়াতে ইসলামীর আয়োজনে এক জনসভায় তিনি এসব কথা বলেন। রফিকুল ইসলাম খান আরো বলেন, মাত্র ৩৬ দিনের আন্দোলনে ২ হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে। ইন্টারনেটসহ রাস্তা ঘাট বন্ধ সব কিছু অপেক্ষা করে এ দেশের ছাত্র জনতা আন্দোলন চালিয়ে গেছে। উপদেষ্টা সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, দেশের সকল সিন্ডিকেট ভেঙে দিতে হবে। তা না হলে এদেশের জনগণ সকল সিন্ডিকেট ভাঙতে যা করা দরকার তাই করবে। ইসলামি রাষ্ট্র কায়েম হলে কাওকে চাঁদা দিতে হবে না। কোন দূর্নীতি থাকবে না। জামায়াত ইসলামীতে কোন চাঁদাবাজ, দূর্নীতিবাজ নাই। থাকলেও তাদের জায়গা জামায়াতে ইসলামীতে হবে না। এদেশের জনগণকে নিয়ে আমরা আর কাওকে খেলতে দিবো না। প্রায় দুই কোটি ভুয়া ভোটার তালিকা তৈরি করা হয়েছিল আওয়ামী সরকারের আমলে। গোজা মিলের ভোটার তালিকা জনগন মানবে না। নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা প্রয়োজন তা করতে হবে। আগামী দিনে এ জাতিকে সৎ-দক্ষ, চাঁদাবাজ মুক্ত নেতৃত্ব উপহার দিতে আপনাদের সামনে এগিয়ে আসতে হবে। রায়গঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আলী মর্তুজার সভাপতিত্বে ও তাড়াশ উপজেলা আমীর খ.ম. সাকলাইন ও সলংগা থানা আমির রাশিদুল ইসলাম শহীদের যৌথ সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মাওলানা আব্দুস সামাদ, সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা শাহিনুর আলম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, জেলা ছাত্র শিবিরের সভাপতি আলহাজ্ব উদ্দিন প্রমুখ। জনসভায় রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস সাত্তার, রায়গঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, তাড়াশ উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শাহাজাহান আলী, সলঙ্গা থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা রাকিবুল হাসান, সাবেক রায়গঞ্জ পৌর মেয়র মোশাররফ হোসেন আকন্দ, বিশিষ্ট সমাজসেবক আবু বক্কর সিদ্দিক ফিরোজসহ রায়গঞ্জ-তাড়াশ ও সলঙ্গার জামায়াতে ইসলামী ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থকেরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102